ভেজাচোখে কড়া আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রে বন্দুক বিক্রির নিয়ম আরও কড়া করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ নির্বাহী ক্ষমতা বলে তিনি এই আদেশ দিলেন৷ ভবিষ্যতে বন্দুকপ্রিয় প্রার্থীদের ভোটে প্রত্যাখ্যান করতে মার্কিন ভোটারদেরও অনুরোধ করেন তিনি৷
দশ পরিকল্পনা
মার্কিন কংগ্রেসে একটি কড়া বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের একাধিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এবার প্রেসিডেন্ট হিসেবে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিলেন বারাক ওবামা৷ এর আওতায় তিনি মোট ১০টি পরিকল্পনার কথা উল্লেখ করেন৷ বক্তৃতার এক পর্যায়ে তাঁর চোখ আবেগের কান্নায় ভিজে ওঠে৷
পরিবর্তনের কথা
২০১২ সালে কানেকটিকাটের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ জন শিশু ও ছয়জন প্রাপ্তবয়স্কের প্রাণ যাওয়ার ঘটনা তাঁকে বদলে দেয় বলে জানান প্রেসিডেন্ট ওবামা৷ তিনি বলেন, ‘‘মার্ক বার্ডেন (যাঁর সাত বছরের ছেলে গুলিতে নিহত হয়) এর সঙ্গে সাক্ষাতের দিনটি আমাকে বদলে দিয়েছে৷ যখনই আমি নিহত ঐ শিশুদের কথা ভাবি, আমি পাগল হয়ে যাই৷’’
অতীত পরীক্ষা করে দেখা
এখন থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের প্রত্যেকের অতীত পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন ওবামা৷ বর্তমানে কিছু অনলাইন বিক্রেতা ও বন্দুক প্রদর্শনীতে অংশ নেয়া ব্যবসায়ীদের অতীত পরীক্ষা করে দেখা হয় না৷
রাজ্যগুলো তথ্য দেবে
মানসিক অসুস্থতা ও সহিংসতার সঙ্গে যুক্ত থাকার কারণে যাঁদের বন্দুক কেনার অনুমোদন নেই তাঁদের সম্পর্কে ব্যবসায়ীদের তথ্য দেবে রাজ্যের প্রশাসন৷
নতুন পরিদর্শক নিয়োগ
অতীত পরীক্ষা করে দেখার কাজ জোরালো করতে এফবিআইএ-তে নতুন করে আরও ২৩০ জনের বেশি পরিদর্শক নিয়োগের নির্দেশ দিয়েছেন ওবামা৷
মানসিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ
মানসিকভাবে অসুস্থরা যেন বেশি করে চিকিৎসাসেবা পেতে পারে সেটা নিশ্চিত করতে কংগ্রেসকে এই খাতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দেয়া হয়েছে৷
পরিবর্তনযোগ্য
নির্বাহী ক্ষমতাবলে ওবামা যে নির্দেশগুলো দিয়েছেন ভবিষ্যতের যে কোনো প্রেসিডেন্ট চাইলে সেটা সহজেই পরিবর্তন করতে পারবেন৷ যুক্তরাষ্ট্রে এ বছরের শেষেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এছাড়া আদালতেও ওবামার নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে৷
সমালোচনা
ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওবামার এসব পরিকল্পনা ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর অন্যান্য রিপাবলিকান প্রার্থীরাও ওবামার নির্দেশের সমালোচনা করেছে৷
লবি গোষ্ঠীর বিরোধিতা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গান লবি গোষ্ঠী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) বলেছে, ওবামার এই পদক্ষেপ অতীতে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনাগুলো এড়াতে পারত না৷ এ প্রসঙ্গে ওবামা বলেছেন, নিহত সবাইকে বাঁচানো সম্ভব না হলেও কয়েকজনের হলেও সম্ভব হতো৷
যুক্তরাষ্ট্র শীর্ষে
দেশটিতে প্রতিবছর গড়ে ৩০ হাজার মানুষের প্রাণ যায় বন্দুকের গুলিতে, উন্নত অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি৷