1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানা প্লাজার হত্যা মামলার বিচার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ ডিসেম্বর ২০১৫

শুরু হতে যাচ্ছে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার বিচার৷ রাষ্ট্রপক্ষের ‘পাবলিক প্রসিকিউটর' আনোয়ারুল কবির জানান, পলাতক ২৪ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন ২৭ জানুয়ারির মধ্যে দেয়ার নির্দেশ আদালতের৷

https://p.dw.com/p/1HRhL
Bangladesch Textilfabrik Jahrestag Rana
ছবি: DW/M. Mamun

[No title]

আনোয়ারুল কবির জানান, ‘‘সোমবার আদালত মোট ৪১ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ এখন পুলিশ পলাতক ২৪ জন আসামিকে ২৭ জানুয়ারির মধ্যে আটক অথবা পলাতক বলে প্রতিবেদন দেবে৷ আর সেই প্রতিবেদন দাখিলের পরই শুরু হবে বিচার৷''

তিনি জানান, ‘‘যারা আটক হবে না, তাদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয়া হবে এবং তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে৷''

তাঁর কথায়, ‘‘এরপর বিচারিক আদালত মামলায় অভিযোগ গঠন এবং বিচারকাজ শুরু করবে আদালত৷ অভিযোগ গঠনই বিচার শুরুর প্রথম ধাপ৷ আর এ কাজ ফেব্রুয়ারি মাসের মধ্যেই সম্ভব হবে৷''

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জন পোশাক শ্রমিক প্রাণ হারান৷ ভবনের ধ্বংসস্তূপের নীচ থেকে দুই হাজার ৪৩৮ জন পোশাক-কর্মীকে জীবিত উদ্ধার করা হয়৷ এ ঘটনায় ঐ বছরের ২৫ এপ্রিল সাভার থানায় হত্যা এবং ইমারত নির্মাণ আইনে পৃথক দু'টি মামলা করা হয়৷

চলতি বছরের ১লা জুন হত্যা ও ইমারত নির্মাণ আইনে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে পৃথক দু'টি অভিযোগ-পত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷ আসামিদের মধ্যে ২৪ জন পলাতক আছেন, ১৬ জন রয়েছেন জামিনে৷ এছাড়া কারাগারে আটকদের মধ্যে ভবনের মালিক সোহেল রানা রয়েছেন৷

পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বলেন, ‘‘হত্যা মামলায় অপরাধ প্রমাণের আলামত এবং সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে আছে৷ আমরা বিচারে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হবো৷''

আপনি কি চান সোহেল রানার মতো মানুষরা শাস্তি পান? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান