1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস ধ্বংসে ওবামার চার উপায়

৭ ডিসেম্বর ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএসকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ও বিশ্বের অন্য যে-কোনো স্থানে থাকা আইএস অনুসারীদের গ্রেপ্তারের অঙ্গীকার করেছেন৷

https://p.dw.com/p/1HITj
US-Präsident Barack Obama
ছবি: picture-alliance/dpa

রবিবার রাতের প্রাইম টাইমে ওভাল অফিস থেকে দেয়া এক বক্তৃতায় মার্কিনিদের এই অঙ্গীকারের কথা জানান ওবামা৷ এ নিয়ে মাত্র তৃতীয়বার ওভাল অফিস থেকে বক্তব্য রাখলেন তিনি৷ বুধবার ক্যালিফোর্নিয়ায় এক দম্পতির গুলিতে ১৪ জন নিহত হওয়ার প্রেক্ষিতে জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে লড়ার বিষয়টিকে গুরুত্ব দিতেই তিনি এই সিদ্ধান্ত নেন৷ আইএস সরাসরি ঐ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ঐ দম্পতিকে (যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সৈয়দ ফারুক ও তাঁর পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক) নিজেদের ঘোষিত খেলাফত রাষ্ট্রের ‘সেনা' হিসেবে আখ্যায়িত করেছে৷

ওবামা তাঁর বক্তব্য বলেন, ‘‘সন্ত্রাসবাদের হুমকি বাস্তব, কিন্তু আমরা তা মোকাবিলা করব৷ আমরা ‘আইসিল' (এই নামেও পরিচিত আইএস) সহ অন্য যে কোনো সংগঠন যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের ধ্বংস করবো৷''

এই উদ্দেশ্য বাস্তবায়নে ওবামা সুনির্দিষ্টভাবে চারটি উপায়ের কথা জানান৷ এর মধ্যে সামরিক পদক্ষেপ যেমন রয়েছে তেমনি আছে অ্যামেরিকার মুসলিম সম্প্রদায়ের নেতা ও প্রযুক্তি সমাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করা৷

তবে লক্ষ্য পূরণ করতে গিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে সৈন্য পাঠানোর বিরোধী তিনি৷ বরং ইরাক ও সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ দিতে চান ওবামা৷

একই ধরণের মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনব্যার্গ৷ সুইস এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইএস-এর বিরুদ্ধে লড়তে সিরিয়ায় সৈন্য পাঠানোর চেয়ে স্থানীয় সেনাদের প্রশিক্ষণ দেয়া প্রয়োজন৷

ওবামার বক্তব্যের সমালোচনা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷

এদিকে, ইরাকে আইএস-এর বিরুদ্ধে লড়তে ইরাক সরকারের পাশে থাকার কথা জানাতে সোমবার ইরাক গেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান