1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়ঃসন্ধি কী এবং কেন?

দেবারতি গুহ৩ ডিসেম্বর ২০১৫

আমাদের সমাজ রক্ষণশীল৷ সে কারণেই হয়ত যৌনশিক্ষার গুরুত্ব ভারত-বাংলাদেশে অনেক বেশি৷ এক্ষেত্রে স্কুল তো বটেই, পরিবারকেও এগিয়ে আসতে হবে৷ আর ইন্টারনেট নিয়ে ভয় থাকলেও, এ মাধ্যমটির সঠিক ব্যবহারও কিন্তু উপকারে আসতে পারে৷

https://p.dw.com/p/1HGXx
Symbolbild Liebespaar Paar Pärchen Blumen
ছবি: Fotolia/envfx

বয়ঃসন্ধি আমরা সকলেই পার করেছি৷ তাই আমরা জানি যে, ১০ থেকে ১৯ বছরের মধ্যে শিশু-কিশোরদের শারীরিক কিছু পরিবর্তন হয়৷ এ সময়ে নিজের শরীর ও যৌনতা নিয়ে নানা প্রশ্ন বাসা বাঁধে তাদের মনেও৷ কিন্তু এ সব নিয়ে কথা বলতে তারা লজ্জা পায়, অভিভাবকের চাইতে বন্ধু-বান্ধবের সঙ্গেই কথা বলতে পছন্দ করে তারা৷ এতে করে যৌনতা বা যৌন সম্পর্ক নিয়ে অনেক ভুল তথ্য, অনেক ভুল বোঝা থেকে যায়৷ এমনকি জন্মনিয়ন্ত্রণ, যৌনমিলন সম্পর্কে জড়তা, অস্পষ্টতা থেকে যায় বেশি বয়স পর্যন্তও৷

এখানে যদি স্কুল আর ‘বায়োলজি' ক্লাসের ওপর নির্ভর না করে বাবা-মায়েরা সন্তানদের বন্ধু হয়ে ওঠেন, তাহলে অনেক কিছু গল্পের ছলেই তাদের বোঝানো যায়, দেয়া যায় ‘গাইডেন্স'৷ ইউটিউব-এর এই ভিডিওটির কথাই ধরুন৷ বয়ঃসন্ধিতে শিশুদের শরীর ও মনে যে পরিবর্তনগুলো আসে, তার কারণগুলো এখানে কেমন সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয়েছে! আসলে শিশুদের এটা বলা দরকার যে, তার বাবা-মাও একদিন এমন একটা সময় পার করেছেন৷ আর সেসব কথাই গল্পের মাধ্যমে, এ ধরনের ইন্টারনেট ভিডিও-র মধ্যে দিয়ে শিশুদের কাছে তুলে ধরা যায়৷ তা না হলে শিশুদের ভবিষ্যৎ জীবনে খুব বড় কোনো ক্ষত থেকে যেতে পারে৷

বন্ধুরা, ভিডিওটি কি সত্যিই আপনার সন্তানকে বয়ঃসন্ধি সম্পর্কে জানাতে সাহায্য করতে পারে? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান