1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত'

সমীর কুমার দে, ঢাকা১৬ নভেম্বর ২০১৫

প্যারিসে সন্ত্রাসী হামলার পর স্বভাবতই প্রশ্ন উঠেছে বাংলাদেশ এই ধরনের ঝুঁকি মোকাবেলায় কতটা প্রস্তুত? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবশ্য বলেছেন, ‘‘যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ৷''

https://p.dw.com/p/1H6bM
Belgien Brüssel Stadtteil Molenbeek Razzia nach Terroranschlägen in Paris
প্যারিসে সন্ত্রাসী হামলার পর পর...ছবি: Reuters/Y. Herman

রাজনীতির বিশ্লেষকদের অবশ্য ধারণা, ফ্রান্সের মতো বাংলাদেশে হামলা হওয়ার কোনো সম্ভবনা নেই৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শাহেদুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর সঙ্গে সরাসরি যুদ্ধে রয়েছে ফ্রান্স৷ কিন্তু বাংলাদেশ কারো বিরুদ্ধেই না৷ ফলে এখানে অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়ত আছে, তবে এ ধরনের হামলার সম্ভবনা নেই৷

অধ্যাপক ড. শাহেদুজ্জামানের কথায়, ‘‘ফ্রান্স আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে৷ তারা সিরিয়ায় বোমা হামলা করছে৷ আইএস-বিরোধী সব ধরনের কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে৷ ফলে আইএস ফ্রান্সকে টার্গেট করতেই পারে৷ কিন্তু বাংলাদেশ তো এই ধরনের কোনো যুদ্ধে নেই৷ তাছাড়া আমাদের পরিস্থিতিও এমন নয় যে, আইএস এখানে এসে এত বড় হামলা চালাবে৷ আমরা আরব বিশ্ব থেকে অনেকটাই দূরে৷ আমাদের যে ধরনের ঝুঁকি আছে, সেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সব মুসলিম দেশগুলোতেই আছে৷''

আইএস ফ্রান্সকে টার্গেট করতেই পারে

অন্যদিকে ফ্রান্সের মতো সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ কতটা প্রস্তুত? – এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো ধরনের সন্ত্রাস মোকালিবলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে৷ সজাগ রয়েছে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা৷ এছাড়া বাংলাদেশের নিরাপত্তা বাহিনীও সবসময় এ ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় প্রস্তুত৷

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান কামালের ভাষায়, ‘‘বাংলাদেশে দাঙ্গাবাজ ও জঙ্গিদের আশ্রয় বা প্রশ্রয় দেয় না৷ ফলে এখানে জঙ্গি বা সন্ত্রাসীরা এসে বড় কোনো হামলা চালাবে – এমনটা সম্ভব নয়৷''

তিনি আরো বলেন, ২০১৩ সালের শেষে এবং ২০১৪ শুরুর দিকে সন্ত্রাসীরা বাংলাদেশে অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন তাণ্ডব চালিয়েছিল৷ সে সময় আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতার সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে৷ ‘‘আসল কথা, আমরা সজাগ রয়েছি৷ আমাদের গোয়েন্দারাও কাজ করছেন৷''

Frankreich Schweigeminute nach Terroranschlägen in Paris
প্যারিস আজ আতঙ্ক আর শোকের নগরীছবি: Reuters/P. Wojazer

প্যারিসের হামলা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি মনে করি, যারা হামলা করেছে তারা মানবতার শত্রু৷ এরা মানুষ বলে স্বীকৃত নয়৷ বাংলাদেশ এ ঘটনায় ঘৃণা জানায়৷ পৃথিবীর লোকদের সবার উচিত তাদের ঘৃণা এবং প্রতিরোধ করা৷ বাংলাদেশ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে৷''

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সোমবার পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বাংলাদেশের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে এই মুহূর্তে বড় ধরনের কোনো নাশকতা ঘটনার ঘটানোর মতো শক্তি জঙ্গিদের নেই৷ বাংলাদেশ সব সময়ই সন্ত্রাস বিরোধী অবস্থানে ছিল, এখনো আছে৷ যে কোনো ধরনের সন্ত্রাস মোকাবেলায় পুলিশ বাহিনী ও গোয়েন্দারা তৎপর রয়েছে৷ এছাড়া এখন এই ধরনের কোনো হুমকিও নেই বলে দাবি করেন পুলিশ প্রধান৷

বাংলাদেশ কি সত্যিই সন্ত্রাসী হামলা মোকাবিলায় প্রস্তুত? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান