1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান মেয়েের বিশ্বজয়ের স্বপ্ন

১৪ নভেম্বর ২০১৫

আফগানিস্তানের মেয়ে নেগিন খোপলোয়াক৷ বয়স মাত্র ১৭ এই বয়সেই দেশের সীমানা ছাড়িয়েছে তার খ্যাতি৷ দেশের প্রথম নারী ‘কন্ডাক্টর' হয়ে নেগিন এখন বিশ্বজয় করার অপেক্ষায়৷

https://p.dw.com/p/1H5Dm
Filmszene Stein der Geduld von Atiq Rahimi
প্রতীকী ছবিছবি: Rapid eyes movies

জন্ম কুনার প্রদেশে৷ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় ওই এলাকায় কয়েক বছর আগেও ছিল তালেবানের দাপট৷ মেয়েদের লেখাপড়া ছিল নিষিদ্ধ৷ গান-বাজনা ছিল ‘হারাম'৷ সেই কুনার থেকেই কাবুলে গিয়ে স্বপ্নের পথে নেমেছে নেগিন৷ সংগীতের প্রতি দুর্দমনীয় টান আর অক্লান্ত পরিশ্রমে আজ সে দেশের প্রথম নারী ‘কন্ডাক্টর', অর্থাৎ বাদক দলের প্রথম নারী নেত্রী৷ নেগিন খোপলোয়াক তাই ইতিহাসের অংশ৷

কুনারের অনেক মেয়ের কাছেই এতকাল সংগীতচর্চা ছিল অব্যক্ত এক স্বপ্ন৷ নেগিন তাঁর স্বপ্নের কথা শুধু বাবাকে বলেছিল৷ বাবা পরম বন্ধু৷ তাই মায়ের আপত্তি, বড় চাচার বাধা ডিঙিয়েও সে কাবুলের ন্যাশনাল ইন্সটিটিউট অফ মিউজিকে ভর্তি হতে পেরেছিল৷

লেখাপড়ার জন্য মা-ও খুব উৎসাহ দিতেন৷ কিন্তু কাবুলে মেয়েদের হস্টেলে গিয়ে প্রথম টেলিভিশনের অনুষ্ঠান দেখে যখন গানের প্রতি ভালোবাসা জন্মালো তখনই হলো মুশকিল৷ নিজের আগ্রহেই আফগানিস্তানের একমাত্র সংগীত শেখার প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ মিউজিকে ভর্তি হয়েছিল নেগিন৷ সেবার চার মাসের বেশি সেখানে সংগীত শিখতে পারেনি৷ মায়ের আপত্তি, বড় চাচার বকুনির মুখে ফিরে যায় গ্রামে৷

ভাগ্যিস বাবা ছিলেন! বড়চাচাকে বাবাই বললেন, ‘‘জীবনটা তো নেগিনের৷ নেগিন চাইলে ওকে তো সংগীতে তালিম নেয়ার সুযোগটা দেয়া উচিত৷'' বড় চাচা আর আপত্তি করেননি, নেগিনও আর ফিরে তাকায়নি৷ তারপরকোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি৷ পরিবার পাশে থাকলে কে কী বলে, কে কী ভাবে তা শোনা বা তা নিয়ে ভেবে কী লাভ?

১৩ বছর বয়স থেকে তাই মন দিয়ে শুধু সংগীত শিল্পী হওয়ার চেষ্টাই করেছে নেগিন৷ চার বছরের অপেক্ষা আপাতত শেষ৷ কয়েকদিন আগেই কাবুলে হয়ে গেল শুধু মেয়ে বাদকদের দলের কনসার্ট৷ নেগিনের জীবনেরও প্রথম কনসার্ট৷ সেই কনসার্টের কন্ডাক্টরও ছিল নেগিন খোপলোয়াক৷

এমনিতে পিয়ানো বাজায় নেগিন৷ শ্রোতা-দর্শক বেশি হলে হাত এখনো কাঁপে৷ অনভিজ্ঞতাজনিত এই দুর্বলতা স্বীকারও করে আফগান কিশোরী, আর দেখে স্বপ্ন, ‘‘শুধু আফগানিস্তান নয়, একদিন আমি সারা বিশ্বের বড় মাপের পিয়ানিস্ট, বিখ্যাত একজন কন্ডাক্টর হতে চাই৷ ''

বিশ্বখ্যাত হলে ভক্তও হবে অনেক৷ ভক্তভাগ্য অবশ্য এখনই বেশ ভালো৷ আফগানিস্তানের প্রথম নারী কন্ডাক্টর নেগিন খোপলোয়াকের প্রশংসায় অনেকেই পঞ্চমুখ৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনন্দন আর শুভেচ্ছা বার্তার ছড়াছড়ি৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টনের মেয়ে চেলসি ক্লিন্টনও আছেন সেই দলে!

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য