‘ভোটের ফলাফলকে শ্রদ্ধা করুন’
২ নভেম্বর ২০১৫সোমবার ইস্তানবুলের একটি মসজিদে নামাজ পড়ার পর এর্দোয়ান তুরস্কের ঐক্যের ডাক দিয়েছেন এবং তাঁর প্রতি বিরূপ মনোভাবের জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন৷
‘‘গণতন্ত্র সম্পর্কে আপনাদের ধারণা কি এই?'' বলেছেন এর্দোয়ান৷ ‘‘তুরস্কে একটি দল ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছে... সারা বিশ্বের এটাকে মেনে চলা উচিত৷ কিন্তু আমি সেরকম পরিপক্কতা দেখছি না৷'' ১লা নভেম্বর জাতি স্থায়িত্বের সপক্ষে ভোট দিয়েছে, বলে এর্দোয়ান মন্তব্য করেন৷ অপরদিকে তুরস্ককে গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে এগোতে দেখছে পশ্চিমি গণমাধ্যম৷
ইসলামপন্থি ঐতিহ্যে প্রোথিত একেপি দল ৫০ শতাংশের কিছু কম ভোট পেয়েছে – অর্থাৎ সংসদের ৫৫০টি আসনের মধ্যে প্রায় ৩১৬টি আসন তাদের দখলে৷ গত জুন মাসের নির্বাচনে এর্দোয়ানের দল ২০০২ সালে যাবৎ প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায়৷ অতঃপর জোট সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এর্দোয়ান নতুন নির্বাচনের ডাক দেন৷
তিনি যে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করতে চান, তা কারো অজানা নয়৷ এই নির্বাচনের ফলাফল তাঁর সেই উচ্চাশাকে আবার উস্কে দেবে, বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেই লক্ষণ দেখছেন অনেকে: যেমন প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সমালোচনা করা হয়েছে এই টুইটার বার্তায়৷
তুরস্ক যে ‘এর্দোয়ানিস্তানে' পরিণত হতে চলেছে, এমন আশঙ্কা ব্যঙ্গচিত্রেও স্থান পেয়েছে৷
সমালোচকরা বলছেন, সহিংসতা ও বিশৃঙ্খলা সম্পর্কে জনতার আশঙ্কাকে মূলধন করে এর্দোয়ান এই নির্বাচন জিতেছেন৷ গত পাঁচ মাসে কুর্দ জঙ্গি গোষ্ঠী পিকেকে-র সঙ্গে নতুন সশস্ত্র সংঘাতের সূচনা ঘটেছে৷ দক্ষিণের সুরুচ শহরে ও রাজধানী আংকারায় বোমাবাজিতে অক্টোবরের সূচনায় শতাধিক মানুষ নিহত হন৷
অর্থনৈতিকভাবে একেপি-র জয়কে দৃশ্যত ইতিবাচক বলে গণ্য করা হচ্ছে৷ সোমবার সকালে মার্কিন ডলারের তুলনায় তুর্কি লিরা-র বিনিময়মূল্য বাড়ে চার দশমিক চার শতাংশ – পৌঁছায় সাত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে৷ ইস্তানবুল স্টক এক্সচেঞ্জের মুখ্য ইন্ডেক্স বাড়ে পাঁচ দশমিক চার শতাংশ৷
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি ফেদেরিকা মোঘেরিনি ও ইইউ-র সম্প্রসারণ কমিশনার ইওহানেস হান একটি বিবৃতিতে বলেছেন যে, তুরস্কের সাধারণ নির্বাচন ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তুর্কি জনগণের জোরালো সমর্থন'' নতুন করে সাবুদ করেছে৷
এসি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)