1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈধ নয় সমকামীদের বিয়ে

২৭ অক্টোবর ২০১৫

সমকামীদের মধ্যে বিয়ে এখনো বৈধ হয়নি জার্মানিতে৷ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশে তা ইতোমধ্যে বৈধ হয়েছে৷ জার্মানিতে সমকামীদের একসঙ্গে বসবাসের ক্ষেত্রে অবশ্য কোনো আপত্তি নেই৷

https://p.dw.com/p/1Gtjo
Bildgalerie - Kardinal Meisner
ছবি: picture-alliance/dpa

জার্মানির ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতন্ত্রী দল (সিডিইউ) সমকামীদের বিয়ের ব্যাপারে এখনো অনড় অবস্থানে রয়েছে৷ যদিও একের পর এক ইউরোপীয় দেশ বিষয়টিকে বৈধতা দিচ্ছে৷ সর্বশেষ আয়ারল্যান্ড এ ধরনের বিয়েতে সম্মতি জানিয়েছে৷ দেশটির সংসদে সমকামীদের বিয়ের পক্ষে ভোট পড়ে ৬২ শতাংশ৷ মে মাসে সেই ঘটনার পর জার্মানির উপরে চাপ বাড়ে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অবশ্য সেই চাপের কাছে নতি স্বীকারে রাজি নন৷ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই নারী সমকামীদের বিয়ের অধিকারের প্রশ্নে এখনও ছাড় দিতে রাজি হননি৷ সমকামীরা জার্মানিতে একসঙ্গে বসবাসের স্বীকৃতি পেলেও বিয়ের অধিকার তাই পাচ্ছেন না৷ এমনকি এই বিষয়ে কোনো খসড়া আইন প্রস্তুতেরও পক্ষে নন ম্যার্কেল৷

বিয়ের অধিকার না থাকায় সমকামী দম্পতিরা নানারকম সমস্যার মধ্যেও পড়ছেন৷ সন্তান দত্তক নেবারক্ষেত্রে তাদের সুযোগ অত্যন্ত সীমিত৷ আর যদি বা কেউ সেই সীমিত সুযোগের সদ্যবহার করতে চান, তাহলে অনেক কঠিন নিয়মনীতি পার করতে হয় তাঁকে৷ ম্যার্কেল মনে করেন, সমকামী দম্পতিদের পক্ষে সন্তানকে ঠিকভাবে লালনপালন কঠিন৷ তাই শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই ধরনের বিয়ের বিপক্ষে, এমনটাই আভাষ দিয়েছিলেন ২০১৩ সালে দেয়া এক সাক্ষাৎকারে৷

উল্লেখ্য, ‘কাউন্সিল অব ইউরোপের' অন্তর্ভূক্ত ৪৭টি দেশের মধ্যে ২৪টিতে সমকামীদের বিয়ের পূর্ণ অধিকার রয়েছে৷ চলতি বছর মানবাধিকার বিষয়ক ইউরোপের আদালতও এক রায়ে বলেছে, সকল সদস্য রাষ্ট্রের উচিত এধরনের বিয়ে বৈধ করা৷ জার্মানিতেও এ ধরনের বিয়ের বৈধতা দিতে প্রচার, প্রচারণা বাড়ছে৷

সমকামিতা কি স্বাভাবিক? আপনার কী মনে হয়? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান