1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শঙ্কায় আছে হিন্দুরা: রানা দাসগুপ্ত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ অক্টোবর ২০১৫

শারদীয় দুর্গাপূজার নিরাপাত্তা নিয়ে আশঙ্কায় হিন্দু ধর্মাবলম্বীরা৷ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত ডিডাব্লিউকে বলেন, ‘‘এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে৷

https://p.dw.com/p/1GnG4
Bangladesch Hindus Überfall Jessore
ছবি: DW

‘সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে, তা একাত্তরের মতোই পরিকল্পিত’

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপাত্তা নিয়ে আশঙ্কায় আছেন হিন্দু ধর্মাবলম্বীরা৷ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে৷

রানা দাসগুপ্ত জানান, ‘‘পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলাও অব্যাহত আছে৷'' তাংর কথায়, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুন না কেন, নিরাপত্তার চাদরের ভিতরই দুর্গাপূজা উদযাপন করতে হবে৷ আশঙ্কামুক্ত ও স্বাধীনভাবে নয়৷''

তিনি আরো বলেন, ‘‘একটি মহল চায় সংখ্যালঘুরা এ দেশ ছেড়ে চলে যাক৷ সংখ্যালঘু নির্যাতন ও প্রতিমা ভাঙচুরের দু-একটি ঘটনা ছাড়া অপরাধীদের বিচার বা শাস্তিরও নজির নেই৷'' তাই তাঁর মতে, ‘‘আইনমন্ত্রী প্রতিমা ভাঙচুরের বিরুদ্ধে যে আলাদা আইনের কথা বলেছেন, তা দ্রুত প্রণয়ন করে কার্যকর করা উচিত৷''

এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে ২০ হাজার পূজামণ্ডপে পূজার প্রস্তুতি চলছে বলে জানান রানা দাসগুপ্ত৷

রানা দাসগুপ্তের সঙ্গে কি আপনি একমত? মতামত জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান