1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে ‘না’ ভোট জয়ী এবং অর্থমন্ত্রীর পদত্যাগ

৬ জুলাই ২০১৫

‘না' ভোট দিয়ে গ্রিসের জনগণ বেইলআউট প্রত্যাখ্যান করেছে৷ তাতে দেশটির ইউরোজোন থেকে বাদ পড়ার আশঙ্কা বাড়লেও সোমবার অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগও করেছেন৷ ইইউ-র সঙ্গে আলোচনার স্বার্থেই তাঁর এই পদত্যাগ৷

https://p.dw.com/p/1FtLJ
Griechenland Jubel nach Referendum
ছবি: Reuters/Marko Djurica

রবিবার ঋণদাতাদের পুনরুদ্ধারের প্রস্তাব, অর্থাৎ বেইলআউট নিয়ে গ্রিসে গণভোট হয়েছে৷ সেখানে ৬১ দশমিক ৩ শতাংশ ‘না' ভোটের বিপরীতে মাত্র ৩৮ দশমিক ৭ শতাংশ ‘হ্যাঁ' ভোট পড়ায় বেইলআউটের প্রস্তাব পরিষ্কারভাবেই প্রত্যাখ্যাত হয়েছে৷

ভোটাররা ব্যাপকহারে ‘না' ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী সিপ্রাস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন৷ টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনারা খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন৷ আপনারা আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন সে সম্পর্কে আমি সচেতন, তা যে বিচ্ছেদের জন্য নয় এটাও আমি জানি৷''

Yanis Varoufakis tritt zurück (Symbolbild)
গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগ পদত্যাগ করেছেনছবি: picture alliance/dpa/Y. Kolesidis

এদিকে সোমবার গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগ পদত্যাগ করেছেন৷ ‘না' ভোটের পক্ষে জনমত গড়ে তোলার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্বঘোষিত ‘মার্ক্সপন্থি অর্থনীতিবিদ' ইয়ানিস তাঁর স্বভাবসুলভ বক্তৃতার মাধ্যমে ইউরোজোনভুক্ত অন্যান্য দেশের নেতাদের বিরাগভাজন হয়েছেন৷ গ্রিসের গণমাধ্যম বলছে, গণভোটের পর ইইউ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টির করার স্বার্থেই পদত্যাগ করেছেন ইয়ানিস ভারুফাকিস৷

নতুন অর্থমন্ত্রী কে হবেন তা নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷ সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে ইউক্লিড সাকালোটোস-এর নাম৷ গত কয়েক মাসে ঋণদাতাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় গ্রিসের প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেছেন৷

গণভোটে গ্রিসের অধিকাংশ ভোটার দাতাদের শর্ত মেনে ঋণ সহায়তা না নেওয়ার পক্ষে সিদ্ধান্ত দেয়ায় প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত৷ তবে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়া এখনো তাঁর প্রত্যাশিত নয়, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, গ্রিস আলোচনায় বসার জন্য মুখিয়ে আছে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য