এবার মর্মান্তিক দুর্ঘটনায় জার্মানির বিমান
আবার বিমান দুর্ঘটনা৷ এবার ফ্রেঞ্চ আলপসে বিধ্বস্ত হলো জার্মানির একটি বিমান৷ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ড্যুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটির সব যাত্রী এবং ক্রু-ই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
১৫০ জনের করুণ প্রস্থান!
মঙ্গলবার সকালে বার্সেলোনা থেকে জার্মানউইংসের বিমানটি (এয়ারবাস এ৩২০) ১৪৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে৷
আবার ফ্রেঞ্চ আলপস
গত বছরের জানুয়ারিতে এই ফ্রেঞ্চ আল্পসে স্কি করতে গিয়ে পা ফসকে মৃত্যুর দোরগোড়ায় চলে গিয়েছিলেন ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখার৷ মঙ্গলবার জার্মানউইংসের বিমানটিও সেই পর্বতমালারই কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিএফএস-এর মুখপাত্র আক্সের রাব ডিডাব্লিউকে জানান, সকাল ১০টা ৩৭-এর দিকে বিমানটি দুর্ঘটনায় পড়েছে বলে তাঁদের অনুমান৷
কারণ অজ্ঞাত
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেন, বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো তা জানা যায়নি৷ ফ্রান্সের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুধু জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ নাগাদ তাঁরা ওই বিমান থেকে একটি বার্তা পেয়েছেন, তারপরই বিধ্বস্ত হয় বিমানটি৷
বিমানবন্দরে স্বজনদের ভীড়
বার্সেলোনা বিমানবন্দর থেকে বিমানটি জার্মানির ড্যুসেলডর্ফে আসছিল৷ তাই স্পেন আর জার্মানি দু দেশেই রয়েছেন বিমানযাত্রীদের স্বজন৷ দু্র্ঘটনার খবর শুনে তাঁদের অনেকে বিমানবন্দরে ছুটে যান৷ চরম উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে হারিয়ে যাওয়া স্বজনদের জন্য তাঁদের এই অপেক্ষার কি অবসান হবে?
ম্যার্কেলের শোক এবং আশ্বাস
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করবে ফ্রান্স, স্পেন এবং জার্মানি৷ এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ইতিমধ্যে কথা বলেছেন বলেও জানিয়েছেন ম্যার্কেল৷
শেয়ার মূল্যের পতন
শেয়ারবাজারে ইতিমধ্যে এ দুর্ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে৷ ইউরোপের বিমান উৎপাদন প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর শেয়ারের দাম কমছে৷
‘অভিশপ্ত’ মালয়েশিয়ান এয়ারলাইন্স
২০১৪ সালে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে৷ মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয় মালয়েশিয়ার বোয়িং ৭৭৭ বিমান৷ ১৭ জুলাই আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের আরেকটি বিমান৷ সেটি বিধ্বস্ত হয় ইউক্রেনে৷ বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে অভিযোগ রয়েছে৷ পরপর দুটি বিমানের এমন পরিণতির কারণে মালয়েশিয়ান এয়ারলাইন্সকে কেউ কেউ ভাবছেন ‘অভিশপ্ত’, ‘অপয়া’৷