1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসার চিকিৎসায় অগ্রগতি

মার্টিন রিবে/এসবি১২ জানুয়ারি ২০১৫

ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে অনেক অগ্রগতি ঘটছে৷ আলট্রাসাউন্ড রশ্মির মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই প্যানক্রিয়াটিক ও যকৃতের ক্যানসারের টিউমার ধ্বংস করার পরীক্ষা চলছে জার্মানিতে৷ এখনো পর্যন্ত এতে যথেষ্ট সাফল্য পাওয়া গেছে৷

https://p.dw.com/p/1EIkK
Medizin Pathologie Krebs
ছবি: picture-alliance/Okapia

মানফ্রেড বুল প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছেন৷ তাও আবার ‘অ্যাডভান্সড' পর্যায়ে৷ দু'সপ্তাহ আগে টিউমার কেটে বাদ দেওয়ার কথা ছিল৷ কিন্তু ডাক্তার অপারেশন থামিয়ে দিয়েছিলেন৷ কারণ টিউমারটি পেটের গুরুত্বপূর্ণ ‘ভেসেল'-গুলির সঙ্গে জড়িয়ে গিয়েছিল৷ এই অবস্থায় টিউমার কাটার চেষ্টা করলে ধমনী ক্ষতিগ্রস্ত হয়৷ বন বিশ্ববিদ্যালয় হাসপাতালের রেডিওলজি বিভাগের অধ্যাপক হলগার স্ট্রুংক বলেন, ‘‘এই প্যানক্রিয়াটিক টিউমার সাধারণত বেশ দেরিতে ধরা পড়ে, কারণ সেগুলি দেরিতে গোলমাল বাঁধায়৷ ‘কালার ডপলার এফেক্ট' ব্যবহার করে আমি দেখতে পারছি, এই টিউমার কীভাবে ভেসেল-এর চারপাশে বেড়ে উঠছে৷ ফলে টিউমার অপারেশন করা আর সম্ভব নয়, কারণ ভেসেল অপারেশন করা যায় না৷ অন্যান্য প্রক্রিয়ার তুলনায় ভেসেল খুব বেশি সমস্যা সৃষ্টি করে না৷''

অধ্যাপক স্ট্রুংক বেশ নিশ্চিত যে, তিনি নতুন ও পরীক্ষামূলক এক আলট্রাসাউন্ড চিকিৎসার মাধ্যমে ৭৪ বছর বয়স্ক এই রোগীকে সাহায্য করতে পারবেন৷ এই প্রক্রিয়ায় উত্তাপের সাহায্যে টিউমার টিস্যু নিখুতভাবে নষ্ট করা হয়৷

Ultraschall Maschine gegen Prostata Krebs
আল্ট্রাসাউন্ড দিয়ে প্রস্ট্রেট ক্যানসারের চিকিৎসাছবি: DW

আতস কাচ যেমন সূর্যের আলো কেন্দ্রীভূত করে, ট্রান্সডিউসার হেড-ও ঠিক সে ভাবে আলট্রাসাউন্ড তরঙ্গ কেন্দ্রীভূত করে৷ এক পরীক্ষায় সেই বিপুল শক্তির পরিচয় পাওয়া যায়, যা পরে টিউমার টিস্যুতে প্রয়োগ করা হবে৷ অধ্যাপক স্ট্রুংক বলেন, ‘‘আমরা টিউমার ধ্বংস করতে চাই৷ এর জন্য প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাই৷ এর মাধ্যমে সীমিত এই পরিসরে টিউমার ধ্বংস করা যায়৷ আশেপাশেও উত্তাপ ও শক্তি ছড়িয়ে পড়ে বটে, কিন্তু তার মাত্রা এত কম যে কিছুই হয় না৷''

প্রথম দিন মানফ্রেড বুল-এর টিউমার চিকিৎসার মহড়া হয়েছে৷ এর মাধ্যমে ডাক্তাররা জানতে চেয়েছিলেন, কীভাবে তাঁরা আলট্রাসাউন্ড রশ্মির মাধ্যমে টিউমার পর্যন্ত পৌঁছাতে পারেন৷ এবার রোগীকে জলের মধ্যে রাখা ট্রান্সডিউসার হেড-এর ঠিক উপরে আনতে হবে৷ ট্রান্সডিউসার হেড টিউমারের লাইভ ছবিও দেখায়৷ পরে সেটি দিয়েই আলট্রাসাউন্ড রশ্মি নিক্ষেপ করে টিউমার ধ্বংস করা হয়৷ অধ্যাপক স্ট্রুংক বলেন, ‘‘নীচে ট্রান্সডিউসার হেড, আছে জল এবং ত্বক৷ ফলে সবকিছু আমাদের নজরেই থাকছে৷ রোগী কীভাবে নিঃশ্বাস-প্রশ্বাস নিচ্ছে, কোথায় নিচ্ছে, তাও দেখতে পাই৷ কোথাও কিছু নড়ে গেলে হাত দিয়ে ট্রান্সডিউসার হেড অ্যাডজাস্ট করতে হয়৷ এই ছোট্ট সবুজ জায়গায় টিউমারের চিকিৎসা হয়, সেটি ধ্বংস করা হয়৷''

পরের চিকিৎসার জন্য অপারেটর মনিটরের পর্দায় টিউমারের আকার লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী নির্দিষ্ট ক্যানসার টিস্যুর দিকে লক্ষ্য করে আলট্রাসাউন্ড রশ্মি নিক্ষেপ করেন৷ এভাবে ধীরে ধীরে টিউমার নষ্ট করা হয়৷ সিমুলেশন বা মহড়া শেষ হবার পর মানফ্রেড বুল-এর আশা বেড়ে গেল৷ তিন দিন পর এই চিকিৎসা কাজে দেবে বলে তিনি আশা করছেন৷ রোগীর শরীরে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না৷ স্ক্যালপেল বা ক্ষতিকারক বিকিরণ ছাড়াই এই প্রক্রিয়া কাজ করে৷

নতুন এই চিকিৎসা যে সফলভাবে ক্যানসার টিউমার দূর করতে পারে, সেটা যকৃত ক্যানসারের এক টিউমারের ক্ষেত্রেই দেখা গেল৷ কয়েক সপ্তাহ আগে এক রোগীর উপর এই চিকিৎসা প্রয়োগ করা হয়েছিল৷ অধ্যাপক স্ট্রুংক বলেন, ‘‘টিউমারের মধ্যে যে অংশ উজ্জ্বল দেখাচ্ছে, আগে তার মধ্যে রক্ত ঢুকে গিয়েছিল৷ চিকিৎসার পর ছবিতে সেটি কালো দেখাচ্ছে৷ অন্য একটি জায়গায় রক্ত সরিয়ে দেওয়া হয়েছে৷ এবার শরীরই টিউমার ত্যাগ করবে এবং সেটি তখন ছোট হয়ে যাবে বলে আমাদের আশা৷''

প্যানক্রিয়াটিক ও যকৃতের ক্যানসারের ক্ষেত্রে কেমোথেরাপির সঙ্গে আলট্রাসাউন্ড চিকিৎসার সমন্বয় করা হয়, যাতে ক্যানসার কোষগুলি শরীরে ছড়িয়ে পড়তে না পারে৷ অর্থাৎ অ্যাডভান্স স্টেজ-এ টিউমার দূর করতে আলট্রাসাউন্ড চিকিৎসা অপেক্ষাকৃত আরামদায়ক ও অত্যন্ত কার্যকর প্রক্রিয়া৷ তবে জার্মানিতে এই চিকিৎসার সাফল্য প্রমাণ করতে আরও দীর্ঘমেয়াদি পরীক্ষার প্রয়োজন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য