1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে ‘আই অ্যাম শার্লি' বন্যা

৮ জানুয়ারি ২০১৫

প্যারিসের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ‘শার্লি এব্দো'-র অফিসে হামলার প্রতিবাদে সরব টুইটার৷ হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে ‘#জেসুইশার্লি', যার অর্থ ‘আই অ্যাম শার্লি' হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করছেন অনেকে৷

https://p.dw.com/p/1EGcU
Je suis Charlie
ছবি: DW/M. Müller

প্যারিসের একটি পত্রিকা অফিসে বুধবার হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ ব্যক্তি৷ এই খবর প্রকাশের পর টুইটারে নিন্দার ঝড় উঠেছে৷ নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রকাশ হচ্ছে একের পর এক টুইট৷ পত্রিকাটির নাম ‘শার্লি এব্দো' হ্যাশট্যাগ হিসেবে বৃহস্পতিবার জার্মান সময় সকাল এগারোটা অবধি ব্যবহার হয়েছে এক মিলিয়নের বেশিবার৷

তবে ব্যক্তিগত পর্যায় থেকে পত্রিকা অফিসে হামলার প্রতিবাদ জানানো হচ্ছে আরেকটি হ্যাশট্যাগ ব্যবহার করে৷ ফরাসি হ্যাশট্যাগ ‘#জেসুইশার্লি'-র অর্থ হচ্ছে ‘আই অ্যাম শার্লি' বা ‘আমি শার্লি'৷ প্যারিসে হামলার পর লক্ষাধিকবার ব্যবহার হয়েছে হ্যাশট্যাগটি৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা পত্রিকা অফিসে এরকম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন৷ বাকস্বাধীনতার উপরে আক্রমণের বিষয়টি এসেছে টুইটারেও৷

প্রসঙ্গত, প্যারিস হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকার কিংবা বিরোধী দলের পক্ষ থেকে বৃহস্পতিবার কোন ধরনের বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি৷ তবে বিশ্বের বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশের প্রধানরা বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য