1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে এইডস রোগীর সংখ্যা বাড়ছে

৭ ডিসেম্বর ২০১৪

চীনে গত এক বছরে এইচআইভি সংক্রমিতের সংখ্যা প্রায় ৬৩ হাজার বেড়েছে৷ দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বলছে, অক্টোবর পর্যন্ত চীনে এইডস রোগীর সংখ্যা ছিল চার লক্ষ ৯৭ হাজার৷

https://p.dw.com/p/1E07W
AIDS Day at Liaocheng China Welt AIDS Tag
ছবি: picture-alliance/dpa

এক বছর আগে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংখ্যাটা ছিল চার লক্ষ ৩৪ হাজার৷ তবে এইচআইভি ভাইরাস সংক্রমণের পরিমাণ বাড়ার কারণে, নাকি বেশি সংখ্যক মানুষের দেহে এইডস ধরা পড়ার কারণে, সংখ্যাটা বেড়েছে সেটা জানা যায়নি৷

১৯৮৫ সালে চীনে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়৷ সেই থেকে এখন পর্যন্ত দেড় লক্ষেরও বেশি চীনা নাগরিক এইডস রোগে মারা গেছেন বলে সরকারি হিসেবে জানা গেছে৷

চীনা বার্তা সংস্থা সিনহুয়া-র মতে, প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে এইডসের ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ যৌনমিলন৷ এর পরেই রয়েছে মায়ের কাছ থেকে সন্তানের দেহে সংক্রমণ এবং সুচের মাধ্যমে প্রবেশ৷

চলতি বছরের প্রথম আট মাসে নতুন যত এইডস সংক্রমণের ঘটনা ঘটেছে তার ২৫ শতাংশই সমকামীদের মধ্যে৷ এক বছর আগের তুলনায় সংখ্যাটা ১৯ শতাংশ বেশি৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লিউএইচও-র চীন প্রতিনিধি ব্যার্নহার্ড শোয়ার্টল্যান্ডার সরকারি ‘চায়না ডেইল'-তে প্রকাশিত এক প্রবন্ধে এইডস মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করলেও আরও অনেক কিছু করতে হবে বলে মন্তব্য করেন৷ বিশেষ করে, সমকামী ও যৌনকর্মীদের মধ্যে যেন এইডসের প্রকোপ ছড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে৷ এছাড়া যাঁরা এইডস আক্রান্ত তাঁদেরকে যেন বৈষম্যের চোখে দেখা না হয় সেটাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য