জনপ্রিয় প্লাস্টিক চেয়ারের গল্প
সস্তা, পোর্টেবল, ওজন কম, পরিষ্কার করা সহজ – এমন প্লাস্টিকের চেয়ার আজ কে না চেনে? হ্যাঁ, বিখ্যাত ‘মোনোব্লক’ চেয়ারের কথাই বলছি৷ কবে এর তৈরি শুরু, এর ডিজাইনার কে, কোন দেশে কেন জনপ্রিয় এসব নানা তথ্য থাকছে এই ছবিঘরে৷
যেভাবে শুরু
বহু কোম্পানিই আজ প্লাস্টিকের চেয়ার তৈরি করছে৷ তবে বিখ্যাত এই চেয়ারের প্রথম ডিজাইনার ছিলেন ইটালিয়ান জো কলম্বো কি৷ ১৯৬৫ সালে মাত্র পাঁচটি চেয়ারের ডিজাইন করার মধ্য দিয়ে যার শুরু৷ সারা বিশ্বে প্লাস্টিক চেয়ারের উৎপাদন শুরু হয় ৭০-এর দশক থেকে৷
বর্তমান উৎপাদন একশো কোটিরও বেশি
এরই মধ্যে সারা বিশ্বে আনুমানিক একশো কোটিরও বেশি মোনোব্লক বা প্লাস্টিক চেয়ার তৈরি হয়েছে৷ হামবুর্গের হেনিং ভ্যোটসেল-হ্যার্বার নামের এক ব্যক্তি প্লাস্টিক চেয়ার সম্পর্কে নানা তথ্য, অর্থাৎ ছবি, ইতিহাস, ফিল্ম ইত্যাদি সংগ্রহ করে তাঁর ওয়েবসাইটে দিয়ে ছিলেন৷ www.plasticchsir.org
জনপ্রিয়তার কারণ
বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কারণে প্লাস্টিক চেয়ার জনপ্রিয়তা পেয়েছে৷ খুব তাড়াতাড়ি এবং সস্তায় প্লাস্টিককে খুব সহজে চাপ দিয়ে ছোট, বড় নানা আকারের চেয়ার তৈরি করা যায়৷ চেয়ারগুলো মজবুত, ধোয়া যায়, আবহাওয়ার কারণে নষ্টও হয় না৷ তাছাড়াও এর অপর এক সুবিধা যে, প্রয়োজন শেষে কম জায়গায়, অর্থাৎ একটা চেয়ারের ওপর আরেকটা চেয়ার, এভাবে অনেক চেয়ার একসাথে রেখে দেয়া যায়৷
দেশ ভেদে ব্যবহার
এই প্লাস্টিক চেয়ার সাধারণত অ্যামেরিকা বা ইউরোপের দেশগুলোতে বাগানে বসা বা শুয়ে থাকার জন্য ব্যবহার করা হয়৷ আফ্রিকা, টিউনেশিয়া, থাইল্যান্ড, এশিয়া বা অন্যান্য দেশে ক্যাফে বা বাইরের রেস্তোরাঁগুলোতে রাখা হয়৷ ছবিতে দেখুন জার্মানির একটি বাড়ির সামনের বাগানে বসে স্বামী-স্ত্রী গ্রীষ্মকালীন আবহাওয়া উপভোগ করছেন৷ বলা বাহুল্য, গরমকালে চেয়ারগুলো বাইরেই রাখা থাকে৷
দক্ষিণ অ্যাঙ্গোলা
দক্ষিণ অ্যাঙ্গোলার একটি স্কুলে বাচ্চাদের বসার জন্য যার যার চেয়ার তাকে বাড়ি থেকে নিয়ে যেতে হয়৷ এই চেয়ারগুলো ২০১৩ সালে জার্মানির দুটি সাহায্যকারী ঐ অঞ্চলের কৃষি উন্নতি প্রকল্পকে দিয়েছিল৷ সংস্থা দুটির মধ্যে ‘ব্রোট ফ্যুর দি ভেল্ট’ বা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ উল্লেখযোগ্য৷
আফগানিস্তানের শিশুরা
আফগানিস্তানের বাল্খ প্রদেশের শিশুরা খোলা আকাশের নীচে ক্লাস করার জন্য নিজেদের চেয়ার নিজেরাই বহন করে নিয়ে যাচ্ছে৷ ছবিটি ২০১২ সালের তোলা৷ তখন ৮.৪ মিলিয়ন স্কুলে যাওয়া বাচ্চাদের মধ্যে ৩৯ শতাংশই ছিল মেয়ে৷
প্লাস্টিকের চেয়ারে বসে সূর্যস্নান
পশ্চিমা বিশ্বের একটি সমুদ্র সৈকতের ছবি এটি৷ দেখুন প্লাস্টিকের চেয়ারে বসে সুন্দরী এই নারীর সূর্যস্নান আর কম্পিউটারে কাজ – দুটোই একসঙ্গে করছেন৷
ইফতার পার্টি
ছবিটি এ বছরের জুলাই মাসে রোজার সময় তোলা৷ টিউনেশিয়ার ‘ঘার এল মেল’ সৈকতে রোজা শেষে সকলে মিলে ইফতার করছেন প্লাস্টিক চেয়ারে বসে৷
ভাঙা চেয়ার
বেলগ্রেডের অদূরে একটি বস্তি এলাকায় এই শিশুটি একটা ভাঙা প্লাস্টিকের চেয়ারে বসে আছে৷ এলাকাটিতে বলকান অঞ্চলের দেশগুলি থেকে আসা ‘দরিদ্র অভিবাসী’, মূলত রোমা সম্প্রদায়ের বাস৷