1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের জীবন বাঁচাবে এসএমএস

২৯ মার্চ ২০১৪

প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের অনেক মানুষ নিহত হয়৷ আফ্রিকায় এই সংখ্যাটা সবচেয়ে বেশি৷ এবার তাদের সহায়তা করতে এগিয়ে আসছে স্প্যানিশ কোম্পানি এনভিয়া৷

https://p.dw.com/p/1BXff
Medica 2013 Vernetztes Pflegebett
ছবি: Messe Duesseldorf/ctillmann

এনভিয়ার একটি প্রযুক্তির নাম গোয়ার্ড ৷ এটি ‘জিও-টার্গেটেড অ্যালার্ট' ভিত্তিক একটি প্রযুক্তি৷ এর মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকায় সক্রিয় থাকা মোবাইল ফোনে একসঙ্গে এসএমএস পাঠানো যায়৷

ব্যাপারটা এ রকম – ধরুন আপনি কোনো শপিং মলে আছেন৷ গোয়ার্ড প্রযুক্তির সাহায্যে কোনো কোম্পানি চাইলে তাদের পণ্যের মার্কেটিং এর জন্য আপনার মোবাইলে এসএমএস পাঠাতে পারবে৷ এভাবে একটা নির্দিষ্ট সময়ে ঐ শপিং মলে থাকা প্রত্যেকের মোবাইলে এসএমএস পাঠানো সম্ভব৷ ইউরোপে এই প্রযুক্তির ব্যবহার রয়েছে৷

এবার একই প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের প্রাণ বাঁচাতে চায় এনভিয়া৷ এ লক্ষ্যে তারা চলতি বছরের শেষ নাগাদ কেনিয়ায় একটা প্রকল্প শুরু করতে যাচ্ছে৷ এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগেই সতর্কবার্তা দেয়া হবে৷

বিভিন্ন জরিপে দেখা গেছে, আফ্রিকায় এমন অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেখানকার মানুষরা টেলিভিশন, বেতার ও ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত৷ কিন্তু তাদের মোবাইল রয়েছে৷ তাই সে সব মানুষকে সতর্কবার্তা দিতে মোবাইলই সবচেয়ে বেশি কার্যকর৷

কোনো দুর্যোগপ্রবণ এলাকার অধিবাসীরা এনভিয়া থেকে বিনামূল্যে বার্তা পাবে৷ তবে সে জন্য টাকাটা দেবে সে দেশের সরকার৷ এনভিয়া কোম্পানির এক কর্মকর্তা জানান, ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রণালয় তাদের সেবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে৷ কেননা এর মাধ্যমে দুর্যোগে আক্রান্ত মানুষের সংখ্যা কমানো গেলে দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবিলায় সরকারের খরচও কমে যাবে৷

যেভাবে কাজ করে গোয়ার্ড প্রযুক্তি

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ও আবহাওয়া অফিস থেকে ভূমিকম্প, সুনামি বা বন্যার পূর্বাভাষ পাওয়া এবং সেগুলো কোথায় হামলা করতে পারে সে তথ্য পাওয়ার অল্প সময়ের মধ্যে গোয়ার্ড প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য আক্রান্ত এলাকার মানুষের মোবাইলে এসএমএস পাঠানো যায়৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য