1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানির ফিল্টার

ইয়ুলিয়া হাইনরিশমান/জেডএইচ১১ জানুয়ারি ২০১৪

জার্মানির ‘মান উন্ড হুমেল’ কোম্পানি উন্নতমানের ফিল্টার তৈরি করছে৷ সিঙ্গাপুরে তাদের প্ল্যান্ট রয়েছে৷ সেখান থেকে এশিয়ার বাজারে ফিল্টার সরবরাহ করছে তারা৷

https://p.dw.com/p/1Aob7
Screenshot der Sendung Futurando 20 Kavitation
ছবি: DW

‘মান উন্ড হুমেল' কোম্পানির বেশিরভাগ ক্রেতাই বড় বড় কোম্পানি৷ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা মিশায়েল মিকে বলেন, ‘‘চীন ও ভারতের মতো বড় দুটি উদীয়মান দেশ বেশ গুরুত্বপূর্ণ৷ এদের চাহিদা মেটানো বিশাল কাজ৷ সেখানে বিক্রি বাট্টা ভালই৷ প্রতি বছর ১০ শতাংশ বা তারও বেশি লাভ হচ্ছে৷''

তবে তিনি বলেন, এশিয়ার কয়েকটি কোম্পানি বাজারে আসায় প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে উঠেছে৷ ‘‘চীনা কোম্পানিগুলো ইদানিং কিছু সহজ প্রযুক্তি বাজারে নিয়ে এসেছে, যা দামেও বেশ সস্তা৷ কিন্তু তাদের মান আমাদের মতো নয়৷ তবে এর বাইরেও এশিয়ায় আজকাল অনেক ছোট ছোট কোম্পানি গজিয়ে উঠছে৷''

প্রতিযোগীদের চেয়ে একধাপ এগিয়ে থাকতে কোম্পানির জার্মানির ল্যাবরেটরিতে সবসময় গবেষণার কাজ চলে৷

বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত৷ তাই মান উন্ড হুমেল কোম্পানি এশিয়ার বাইরেও বিশ্বের অন্যান্য জায়গায় ক্রেতা খুঁজছে৷ দক্ষিণ অ্যামেরিকা আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার৷ যেমন ইকুয়েডরের নাগরিকদের বিশুদ্ধ পানি কিনতে অনেক দূর যেতে হয়৷ জার্মান ফিল্টারের সাহায্যে হয়ত সেখানে শিগগিরই পরিবর্তন আসতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য