1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংক বাঁচাতে হবে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ নভেম্বর ২০১৩

গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অধীন করে সংসদে বিল পাস হওয়ার পর চরম হতাশা প্রকাশ করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস৷ এক বিবৃতিতে তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংকের ধ্বংস এখন অবধারিত হলো৷

https://p.dw.com/p/1ADCu
epa02670865 (FILE) A file picture dated 12 May 2010 shows Bangladeshi economist and Nobel Peace Prize laureate Muhammad Yunus, during a kick-off press conference for the tour in Vienna, Austria. The Bangladesh Supreme Court on 05 April 2011 rejected Nobel laureate Muhammad Yunus' final appeal against a central bank order sacking him from the position of managing director of the Grameen Bank, which he founded in 1983. Professor Yunus said the attempt to remove him from the bank had been politically motivated. EPA/HERBERT PFARRHOFER *** Local Caption *** 00000402154828
ছবি: picture-alliance/dpa

এদিকে, ব্যাংকের পরিচালকদের একজন তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে বলেছেন, ব্যাংকটি বাঁচাতে তাঁরা যা যা করার তাই করবেন৷ প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনে যাবেন৷

মঙ্গলবার জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক বিল-২০১৩ পাস হওয়ায় এখন গ্রামীণ ব্যাংক তাদের আর্থিক হিসাব বাংলাদেশ ব্যাংককে দিতে বাধ্য৷ এর ফলে ব্যাংকটি কার্যত বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে চলে গেল৷ আর ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকার মনোনীত পরিচালক থাকবেন তিনজন৷ পরিচালক নির্বাচনের কর্তৃত্ব থাকবে বাংলাদেশ ব্যাংকের হাতে৷

ড. মুহাম্মদ ইউনূস বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘‘এই বিল পাসের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধ্বংস এখন অবধারিত হলো''৷ তিনি ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ বাদ দিয়ে নতুন এই আইন পাসের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এর ফলে সরকার এখন গ্রামীণ ব্যাংককে একশভাগ নিয়ন্ত্রণে নিতে পারবে৷ তিনি বলেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করা হয়েছিল গরিব নারীদের মালিকানায় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে৷ এই ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ ছিল না৷ নতুন আইনের মাধ্যমে ব্যাংকের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে৷

ড. ইউনূস তাঁর বিবৃতিতে আরো বলেন, ‘‘আমি দুঃখিত যে কিছু অপরিণামদর্শী মানুষের বিবেচনাহীনতার কারণে জাতির একটি পরম গৌরবের প্রতিষ্ঠানকে এই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয়ার ঘটনাটি জাতিকে প্রত্যক্ষ করতে হলো''৷ তিনি গ্রামীণ ব্যাংকের এই মৌলিক পরিবর্তনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ব্যাংকটিকে রক্ষার আবেদন জানান৷

এদিকে ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে জানান নতুন বিল পাসের পর তাঁরা ৯ পরিচালক বৈঠক করেছেন৷ বৃহস্পতিবার ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সংবাদ সম্মেলন করে নতুন আইনটির ব্যাপারে তাঁদের অবস্থান ব্যাখ্যা করবেন৷ তাঁরা মনে করেন এই আইন কার্যকর হলে ব্যাংকটি সরকারের হাতে চলে যাবে৷ সদস্যদের হাতে থাকবে না৷ তাহসিনা খাতুন বলেন প্রায় ১ কোটি গ্রাহকের এই ব্যাংক তাঁরা কোনোভাবেই সরকারকে দখল করতে দেবেন না৷ তাই গরিব মানুষের এই ব্যাংক রক্ষায় তাদের যা করার তাই করবেন৷ প্রয়োজনে তারা কঠোর আন্দোলনে যাবেন৷ তিনি আশা করেন গ্রামীণ ব্যাংক রক্ষার আন্দোলনে তারা শুধু দেশের নয়, সারা বিশ্বের মানুষকে পাশে পাবেন৷

উল্লেখ্য ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু৷ ২০০৬ সালে মুহাম্মদ ইউনূস এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পায়৷ ২০১১ সালের মার্চে সরকার ড. ইউনূসকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়৷ তারপর থেকে এই ব্যাংক নিয়ে চলছে নানা টানাপোড়েন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য