মোবাইলে দেখুন আমাদের ভিডিও প্রতিবেদন | ডিডাব্লিউ'কে জানুন | DW | 14.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

মোবাইলে দেখুন আমাদের ভিডিও প্রতিবেদন

ডয়চে ভেলের দর্শকদের জন্য ভিডিও আরএসএস ফিড চালু করা হয়েছে৷ এই ফিড ব্যবহার করে আমাদের বিভিন্ন ভিডিও প্রতিবেদন সহজে মোবাইলে ডাউনলোড সম্ভব হবে৷ এছাড়া মিডিয়া সেন্টারেরও রয়েছে মোবাইল সংস্করণ৷

ডয়চে ভেলের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ মোবাইলে ডাউনলোড করে দেখতে আগ্রহী আমাদের অনেক দর্শক৷ কপিরাইট জটিলতার কারণে পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করার সুবিধা আমরা দিতে পারছি না৷ কিন্তু বিকল্প পন্থা রয়েছে৷ আমাদের অন্বেষণ অনুষ্ঠানে প্রচারিত বিভিন্ন ভিডিও প্রতিবেদন ডাউনলোড করতে পারেন আপনার মোবাইলে৷ এরপর সুবিধা মত সময়ে সেগুলো দেখতে পারেন৷ এজন্য মোবাইলে পডকাস্ট অ্যাপস-এ আমাদের ভিডিও আরএসএস লিংক সেটআপ করে নিন৷ একবার সেটআপ করার পর নিয়মিত আমাদের অনুষ্ঠান পৌঁছে যাবে আপনার মোবাইলে৷

অন্বেষণে প্রচারিত আমাদের বিভিন্ন ভিডিও প্রতিবেদনের আরএসএস লিংক:

http://rss.dw-world.de/xml/mc-be-video-Video_der_Woche

এছাড়া বাংলাদেশের গ্রামাঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে তৈরি ভিডিও প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হচ্ছে আমাদের ওয়েবসাইটে৷ ‘বাংলার মুখ' শিরোনামে মিডিয়া সেন্টারে প্রচারিত এসব ভিডিও চাইলে আপনার মোবাইলে ডাউনলোড করে দেখতে পারেন৷

আরএসএস লিংক:

http://rss.dw-world.de/xml/mc-be-video-Gesichter_Bengalen

শুধু মোবাইল ফোন নয়, ডেস্কটপ কম্পিউটারেও এসব আরএসএস ফিড ব্যবহার করা যাবে৷ বর্তমানে অনেকেই বিভিন্ন আরএসএস অ্যাপ্লিকেশন ব্যবহার করেন৷ তারাও এই লিংক দু'টি ব্যবহার করে নিয়মিত আমাদের ভিডিও প্রতিবেদন পেতে পারেন৷ বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন হালনাগাদ তথ্য জানতে আরএসএস ফিড-এর মাধ্যমে আমাদের সঙ্গী হোন৷

উল্লেখ্য, আমাদের অন্বেষণ অনুষ্ঠানটি ইন্টারনেটে দেখার জন্য একাধিক ব্যবস্থা রয়েছে৷ এই অনুষ্ঠান নিয়ে তৈরি অন্বেষণ পাতায় পাবেন পুরো অনুষ্ঠানের ভিডিও ফাইল এবং প্রকাশিত প্রতিটি প্রতিবেদনের টেক্সট৷ পাশাপাশি মিডিয়া সেন্টারেও অন্বেষণ দেখার ব্যবস্থা রয়েছে৷ আর মোবাইল ফোনে সহজেই মিডিয়া সেন্টার ব্রাউজ করা সম্ভব৷

নির্বাচিত প্রতিবেদন

ইন্টারনেট লিংক