1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুকে দূরে রাখে এসএমএস

এমিলি রিচমন্ড, সামান্থা আরলি/এসিবি২৪ জুলাই ২০১৩

১৯ বছরের মেয়েটি মা হবে৷ পরিবারের সবাই দিন গুনছে৷ হঠাৎ এমন জ্বর আর কাশি শুরু হলো যে মা আর অনাগত সন্তানের জীবন নিয়েই টানাটানি৷ দু’জনকেই অবশ্য বাঁচিয়েছে একটি এসএমএস৷

https://p.dw.com/p/19DEh
ছবি: picture-alliance/dpa

হ্যাঁ, পূর্ব টিমোরে এখন বিনে পয়সার এসএমএস-ই বাঁচায় মা আর সন্তানের অমূল্য জীবন৷

মাত্র ১১ বছর আগে ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন দ্বীপ রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে পূর্ব টিমোর৷ ১২ লক্ষ মানুষের দেশটি ধীরে ধীরে উন্নতি করছে অনেক ক্ষেত্রেই৷ অন্তঃসত্ত্বা মায়েদের মৃত্যু হার কমানোয় এশিয়ার এ দেশটি কাজে লাগাচ্ছে দারুণ এক কৌশল৷ প্রত্যন্ত অঞ্চলের কোনো স্বাস্থ্য কেন্দ্রে কোনো কম্পিউটার বা আধুনিক চিকিৎসার উন্নত যন্ত্রপাতি নেই৷ যোগাযোগ ব্যবস্থাও খারাপ৷ এসব কারণে প্রসূতি মায়েদের মৃত্যু হার খুব বেশি৷ কিন্তু হালে এ অবস্থায় পরিবর্তন আসছে৷ অনেক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েছে ‘লিগা ইনান'৷ ফলে শহর থেকে বহু দূরের কোনো বাড়িতে শুয়েও সন্তানসম্ভবা নারীকে বেশিক্ষণ যন্ত্রণায় কাতরাতে হয় না৷ ‘লিগা ইনান' প্রকল্প নিশ্চিন্ত করেছে তাঁদের৷ মোবাইল ফোন রয়েছে হাতের কাছেই৷ যখন প্রয়োজন ‘মিডওয়াইফ' বা দাইমাদের কাছে একটা এসএমএস করলেই হলো, কিছুক্ষণের মধ্যেই চলে আসে অ্যাম্বুলেন্স, মৃত্যুর আশঙ্কা সরে যায় দূরে৷

Geburtenrate Deutschland Geburt Baby Säugling Alterspyramide Mutter Kind Mutterschutz
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

১৯ বছর বয়সি মেয়েটির নাম হেনেরা মনিকা ডা কস্টা৷ সন্তান হবার মাত্র দু'দিন আগে তাঁর এমন জ্বর আর কাশি শুরু হয়েছিল যা তাঁর এবং পেটের সন্তানটির মৃত্যুরও কারণ হতে পারতো৷ আগে হলে তাই হয়ত হতো৷ কিন্তু ইউএসএইড-এর অর্থায়নে বেসরকারি সংস্থা হেলথ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল এবং সফটওয়্যার প্রতিষ্ঠান ক্যাটালপা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগ ‘লিগা ইনান' বাঁচিয়ে দিয়েছে তাঁকে৷ লিগা ইনান তাঁকেও দিয়েছে বিনা খরচে এসএমএস করে জরুরি স্বাস্থ্যসেবা নেয়ার সুবিধা৷ হেনেরা মনিকা শুধু একটা এসএমএস করেছিলেন এক দাইমা বা ধাত্রীকে৷ জাদুর মতো কাজ হয়েছে তাতে৷ দু'দিন পরই মনিকার কোল আলো করেছে ফুটফুটে এক সন্তান৷

স্বাস্থ্য কেন্দ্র থেকে অনেক দূরে আছেন পূর্ব টিমোরের এমন নারীদের ৬৯ ভাগের হাতেই এখন শোভা পায় মোবাইল বা মুঠো ফোন৷ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তো মুঠোফোন থাকেই, এমনকি সব দাইমার হাতেও আছে সবার জীবনে অপরিহার্য হয়ে ওঠা বিজ্ঞানের এই অনন্য উপহারটি৷ ওই ৬৯ ভাগের শতকরা ৭৭ ভাগ প্রতিদিন নানা প্রয়োজনে একবার অন্তত এসএমএস করেন দাইমাকে৷ হবু মা আর দাইমারা যেন নিকটাত্মীয়৷ একটি এসএমএস নিমেষেই ঘুচিয়ে দেয় তাঁদের সমস্ত দূরত্ব৷ পূর্ব টিমোরে, বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের কাছে তাই অনন্ত নির্ভরতার অপরনাম এসএমএস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য