1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টার্গেট উচ্চ ও মধ্যবিত্ত তরুণ-তরুণী’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ জুন ২০১৩

বাংলাদেশে মাদকাসক্তের শতকরা ২৫ ভাগ এখন ইয়াবা ট্যাবলেটে আসক্ত৷ পরিবহন এবং সেবন সহজ হওয়ায় দ্রুত এর থাবা বিস্তৃত হচ্ছে৷ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ ও মধ্যবিত্ত তরুণ-তরুণীরা ইয়াবা ব্যবসায়ীদের প্রধান টার্গেট৷

https://p.dw.com/p/18uHH
Symbolbild zu "Pille, Krankheit, Tablette" Bild: Fotolia/Doruk Sikman #43473554
ছবি: Fotolia/Doruk Sikman

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে দেশে মাদক নিরাময় কেন্দ্রগুলোয় প্রায় ১২,৩০৪ জন মাদকাসক্ত রোগী চিকিত্‍সা নিচ্ছেন৷ তাদের বড় একটি অংশ হলো ইয়াবা ট্যাবলেটে আসক্ত৷ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে দিন দিন ইয়াবা আসক্তের সংখ্যা বাড়ছে৷ আর আসক্তরা তরুণ এবং উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সদস্য৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান ডয়চে ভেলেকে জানান, ইয়াবা পরিবহণ এবং সেবন সহজ, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানো যায়৷ তাই এর চোরাচালান বাড়ছে, বাড়ছে ইয়াবা আসক্তের সংখ্যা৷

ধারণা করা হয়, বাংলাদেশে এখন মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখ৷ এই মাদকাসক্তের বড় অংশ গাঁজা, হোরোইন এবং ফেনসিডিল-এ আসক্ত হলেও পরিস্থিতির নতুন মাত্রা আতঙ্কের৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মজিবুর রহমান ডয়চে ভেলেকে জানান, এখন মাদকাসক্তের শতকরা ২৫ ভাগই ইয়াবা আসক্ত৷ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশ থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে৷ এর বাইরে ব়্যাব, পুলিশ এবং সীমান্ত এলাকায় বিজিবি এর আরো তিনগুণ ইয়াবা আটক করেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ শুক্রবার ভোররাত পর্যন্ত টানা দু'দিনের অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং চোরাচালান ও অবৈধ ব্যবসা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ছয় জনকে রাজধানী থেকে আটক করেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানান, এরা মূলত ঢাকায় ইয়াবা বিক্রির চক্রের সদস্য৷ কিন্তু যারা চোরাচালানের মাধ্যমে ইয়াবা ঢাকায় নিয়ে আসে, তাদের এখনো আটক করা যায়নি৷

Das Archivbild vom 27.09.1997 zeigt einen Drogensüchtigen, der sich im so genannten Druckraum des "FixStern" im Hamburger Schanzenviertel eine Heroinspritze setzt. Die Zahl der Drogentoten in Hessen ist 2001 deutlich gesunken. Wie das Innenministerium am Donnerstag (03.01.2002) mitteilte, starben im vergangenen Jahr 115 Menschen an den Folgen von Rauschgiftkonsum, 23 weniger als im Jahr 2000. Das entspricht einem Rückgang um 16,7 Prozent. Bundesweit verringerte sich die Zahl um gut zwölf Prozent. Im Gebiet des Polizeipräsidiums Frankfurt stieg die Zahl gegen den Landes- und Bundestrend deutlich von 27 im Jahr 2000 auf 36 Drogentote an. dpa/lhe/lrs (zu lhe/lrs Thema des Tages vom 03.01.2002) pixel Schlagworte .Kriminalität , .Drogen
অন্যান্য মাদক ছেড়়ে তরুণরা এখন ইয়াবার দিকেই ঝুঁকছে...ছবি: picture-alliance/dpa

তিনি জানান, এই ইয়াবা মূলত মিয়ানমার থেকে কক্সবাজার এবং টেকনাফ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে৷ এসব পরিবহনের জন্য নারী ছাড়াও নানা কৌশল অবলম্বন করা হয়৷ মজিবর রহমান জানান, তাদের আটক করেও তেমন কাজ হয় না৷ গোয়েন্দাদের হাতে আটক মাদক ব্যবসায়ী ম্যানিলা চৌধুরীকে দু'বছর আগে তারা ঢাকা থেকেই ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক করেছিলেন৷ আটকের পর তাঁর ছয় মাসের জেল হয়৷ জেল থেকে বের হয়ে সে আবার ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ঢাকায় ইয়াবা মাদকের অন্তত ২০টি চক্র সক্রিয় আছে৷ এইসব চক্রের সঙ্গে নানা পেশা ও শ্রেণির লোক জড়িত৷ এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের জড়িত থাকার তথ্যও রয়েছে তাদের কাছে৷ তিনি জানান, যারা এই ব্যবসা করে তারাও ইয়াবায় আসক্ত৷ ক্রেতা হিসেবে তাদের টার্গেট উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা৷ আর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিক্রেতারা সক্রিয়৷

ILLUSTRATION - ARCHIV - -Ein Jugendlicher liegt am 24.06.2010 in Leichlingen in seinem Bett, auf dem Nachtisch liegen Schlaftabletten. Rund 10 000 Menschen töten sich in Deutschland im Jahr selbst - die Einwohnerzahl einer Kleinstadt. Erschreckend: Viele junge Leute begehen Selbstmord oder versuchen es. Suizid ist bei Jugendlichen die zweithäufigste Todesursache. Laut Statistischem Bundesamt sind nach den jüngsten Zahlen (2008) 9451 Menschen freiwillig aus dem Leben geschieden. Foto: Oliver Berg dpa/lnw (zu Korr.-Bericht "Jugendliche töten sich selbst - Versagen und Verlassensein" vom 13.07.2010) +++(c) dpa - Bildfunk+++
যৌনক্ষমতা হ্রাস, মস্তিষ্ক ও কিডনির ক্ষতি এবং কাজকর্মের ক্ষমতাও নষ্ট করে দেয় ইয়াবাছবি: picture alliance/dpa

মনিরুল ইসলাম বলেন, একটি সেলফোনের কভারের মধ্যে কমপক্ষে ৩০০ পিস ইয়াবা পরবিহন করা যায়৷ ট্যাবলেট হওয়ায় সহজে কেউ সন্দেহও করে না৷ ইয়াবা বিভিন্ন রঙ এবং ফ্লেভারে পাওয়া যায়৷ এর বিক্রি এবং সেবন উভয়ই সহজ৷ ফলে মাদকাসক্ত তরুণরা এখন ইয়াবার দিকেই ঝুঁকছে৷ পাইকারি এক পিস ইয়াবার দাম ১২০ টাকা হলেও, খুচরা ২৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে৷

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ইয়াবায় উত্তেজক এম সিটামিন এবং ক্যাফেইন রয়েছে৷ তাই ইয়াবা আসক্তরা শেষ পর্যন্ত মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারেন৷ এছাড়া যৌনক্ষমতা হ্রাস, মস্তিষ্ক ও কিডনির ক্ষতি এবং স্বাভাবিক কাজকর্মের ক্ষমতাও নষ্ট করে দেয় ইয়াবা৷ তিনি জানান, তার কাছে এখন চিকিত্‍সা নিতে আসা মাদকাসক্তদের অধিকাংশই ইয়াবায় আসক্ত৷ তারা জানিয়েছে, স্বাধারণত সাময়িক উত্তেজনার জন্য ইয়াবা গ্রহণ করা হয়৷ এমনটি বন্ধু-বান্ধবের দেয়া পার্টিতেও ইয়াবা সেবনের ব্যবস্থা থাকে বলে জানা যায়৷ ডা. তাজুল ইসলাম বলেন, এর বিরুদ্ধে ব্যপক জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন৷ দরকার এর চোরাচালার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য