1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিমান্ডে মাহমুদুর রহমান

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ এপ্রিল ২০১৩

স্কাইপ সংলাপ নিয়ে রাষ্ট্রদোহের মামলায়ই এখন মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কিন্তু তাঁর বিরুদ্ধে ধর্মীয় উসকানি এবং দেশে সংঘাত সৃষ্টির আরো ৫টি মামলা আছে৷

https://p.dw.com/p/18ES1
ছবি: AFP/Getty Images

দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মোট ৩টি মামলায় ১৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি অফিসে৷ এর মধ্যে তথ্য প্রযুক্তি আইনে করা রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয় গত ১৪ই ডিসেম্বর৷ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ডয়চে ভেলেকে জানান, ট্রাইব্যুনালের তখনকার বিচারপতি নিজামুল হক নাসিম এবং প্রবাসী যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন-এর স্কাইপ সংলাপ আমার দেশ-এ মন্তব্যসহ প্রকাশ করে মাহমুদুর রহমান তথ্য প্রযুক্তি আইনের লঙ্ঘন করেছেন৷ তিনি প্রতিবেদনে ট্রাইব্যুনাল ও প্রসিকিউটরদের হেয় করে মন্তব্য ছেপেছেন৷ যার উদ্দেশ্য ছিল ট্রাইব্যুনালকে বাধাগ্রস্ত করে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা৷ এটা রাষ্ট্রদোহের অপরাধ৷ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানা৷

Dhaka, BANGLADESH: Mahmudur Rahman, executive chairman of the Board of Investment and Bangladeshi Junior Minister for Energy speaks to the media after talk with senior executives of Tata in Dhaka, 10 July 2006. Indian conglomerate Tata has suspended a 3 billion USD investment plan in steel, power, coal and fertiliser operations in the country, citing delays in official approval, a senior company executive said. AFP PHOTO/ STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানছবি: AFP/Getty Images

তিনি জানান, তাঁর বিরুদ্ধে আর ২টি মামলা হলো হরতালের সময় গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন দেয়ার৷ তিনি তেজগাঁ এলাকায় এই অপরাধ করেছেন বলে মামলায় বলা হয়েছে৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, মাহমুদুর রহমানকে স্কাইপ সংলাপসহ ৩টি মামলায়ই এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তাঁরা জানার চেষ্টা করছেন, কেন এবং কী উদ্দেশ্যে তিনি স্কাইপ সংলাপ নিয়ে নিজের মন্তব্য জুড়ে দিয়ে প্রতিবেদন করেছেন৷ আর এই প্রতিবেদন প্রকাশে তাঁর সঙ্গে আর কেউ জড়িত কিনা৷ কেউ তাকে প্ররোচিত করেছে কিনা, তাও জানার চেষ্টা করছেন৷ তিনি আরও জানান, স্কাইপ সংলাপ নিয়ে মামলাটি পুলিশ নয়, ট্রাইব্যুনালেরই একজন প্রসিকিউটর সাইদুর রহমান দায়ের করেছেন৷

মনিরুল ইসলাম বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরো ৫টি মামলা রয়েছে৷ গত ফেব্রুয়ারি মাসে গণজাগরণ মঞ্চ শুরু হওয়ার পর থেকে তিনি তার পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে অনেক প্রতিবেদন ছেপেছেন৷ এর মধ্যে ধর্মীয় উসকানি ছাড়াও দেশে সংঘাত সৃষ্টির উপাদান আছে৷ আর সেই সব রিপোর্টকে আশ্রয় করেই দেশে নানা অশান্তির সৃষ্টি হয়েছে৷ মাহমুদুর রহমানকে পর্যায়ক্রমে এসব অভিযোগের মামলায়ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে৷ তিনি বলেন, তার কার্যক্রম দেখে একটি বিষয় স্পষ্ট যে তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং ট্রাইব্যুনালকে বাধাগ্রস্ত করতে তার পত্রিকার মাধ্যমে সুপরিকল্পিতভাবে উসকানি দিয়েছেন এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছেন৷

তবে মাহমুদুর রহমানের আইনজীবী  মাসুদ আহমেদ তারুকদার বলেছেন, তাঁকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই৷ তাকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হল দেশে গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য