1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় একুশের শহীদ স্মরণ

শীর্ষ বন্দ্যোপাধ্যায়২১ ফেব্রুয়ারি ২০১৩

বিরাট আড়ম্বরের সঙ্গে কলকাতায় পালিত হল একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তর৷

https://p.dw.com/p/17iu7
ছবি: Prabhakar Mani Tewari

এমন আড়ম্বরের সঙ্গে একুশে ফেব্রুয়ারির মাতৃভাষা পালন কলকাতায় সম্ভবত আগে কখনও হয়নি৷ আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ, তখন তাঁর সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দিয়ে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে বাংলা ভাষা শহীদদের একটি স্মারক তৈরি হয়েছিল৷ পরপর সাজিয়ে রাখা বইয়ের আদলে গড়া রক্তলাল সেই স্মারকে খোদাই করা আছে ভাষা শহীদদের সবার নাম৷

Language Movement Day, Bangladesh
অমর একুশের চেতনা সীমান্তের ওপারেও মানুষকে নাড়া দেয়ছবি: DW

সেই শহীদ স্মারকে শ্রদ্ধা জানিয়ে একুশের বিকেলে শুরু হল উদযাপন৷ বাঙালির শিল্প-সাহিত্য-সংগীতের প্রতিনিধি যাঁরা, সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, প্রতুল মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী, নাট্যকর্মী বিভাস চক্রবর্তী, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সাহিত্যিক-সমাজকর্মী মহাশ্বেতা দেবী-সহ অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই৷ তিনি বললেন, ‘‘ভাবতে অবাক লাগে যে একটা ভাষা আন্দোলন কীভাবে একটা দেশের স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল৷ ইতিহাসে এমন নজির দুটি নেই৷ এবং মাতৃভাষা দিবস মানে সকলের মাতৃভাষা৷ বিশ্বের যেখানে যিনি যে ভাষায় কথা বলেন, একুশে ফেব্রুয়ারি তাদের সবার উদযাপনের দিন৷''

১১টি বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা দেশজোড়া ধর্মঘটের এদিনই ছিল দ্বিতীয় দিন৷ কিন্তু রাজ্যের বাম নেতাদের উপরোধে, পশ্চিমবঙ্গে পরিবহণ ব্যবস্থাকে বনধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছিল, যাতে ভাষা দিবসের অনুষ্ঠানে সাধারণ মানুষ যোগ দিতে যেতে পারেন৷ যদিও এদিন কলকাতা-সহ সারা রাজ্যে সকাল থেকেই জীবনযাত্রা ছিল স্বাভাবিক৷ সরকারি অনুষ্ঠানটি-সহ সারা রাজ্যেই বিভিন্ন অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালিত হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে ভাষা শহীদদের৷ নাচে-গানে-নাটকে আবৃত্তিতে একটি ভাষারই জয়গান ধ্বনিত হয়েছে মাঠে-প্রান্তরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য