1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হার্লেম, শেক

১৯ ফেব্রুয়ারি ২০১৩

আবার একটা নতুন নাচ ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াকে নাচাতে চলেছে৷ অস্ট্রেলিয়ায় এক দল কিশোর এই কোমর দোলানো নাচটির ভিডিও ইউটিইবে আপলোড করে৷ সেটা ছিল দোসরা ফেব্রুয়ারি৷ আর আজ?

https://p.dw.com/p/17gv0
ছবি: picture alliance / dpa

দু'সপ্তাহ যেতে না যেতে ৩১ সেকেন্ডের ক্লিপটি এক কোটি বিশ লক্ষ বার ক্লিক করা হয়ে গিয়েছে৷ তার সঙ্গে শুরু হয়েছে সেই নাচের নকল করা ভিডিও'র প্লাবন৷ বিগত ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারির মধ্যে চল্লিশ হাজার নকল! সে'সব ভিডিও'গুলোও এর মধ্যে এক কোটি ৭৫ লক্ষ বার ভিউ করা হয়ে গিয়েছে৷

ঘটনাটা এই৷ পাঁচটি অস্ট্রেলীয় কিশোর, যাদের মূল পেশা কি নেশা হল স্কেটবোর্ডিং, তারা এক বৃষ্টির দিনে কাজ না পেয়ে ব্রুকলিনের ডিজে বাউয়ার'এর ‘‘হার্লেম শেক'' নামধারী একটি গান বাজিয়ে তার সঙ্গে নাচতে শুরু করে৷ এবং স্কেটবোর্ডাররা যেহেতু তাদের সব ‘মুভ'-এর ভিডিও তুলে থাকে, সেহেতু সেই নাচের ভিডিও তোলাও বাকি থাকে না৷ আবার ইন্টারনেট প্রজন্মের রীতি অনুযায়ী, ভিডিও যখন তোলা হল, তখন নেটে সেটা আপলোড করাও চাই৷

তারপর কেউ বা কারা সেটা নেটে দেখে ফেললেই হল! সঙ্গে সঙ্গে লিংক যাবে চেনা-অচেনা সকলের কাছে৷ তারাও ক্লিক করবে, লিংক পাঠাবে: যা'কে বলে ‘গোয়িং ভাইরাল', অনেকটা ইন্টারনেট সুনামির মতো৷ তারপর একদিন দেখা যাবে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স থেকে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, সবাই ঐ হার্লেম শেক'এর তালে তালে নাচছেন৷

গানটা ডিজে বাউয়ার'এর৷ নাচের আইডিয়াটা প্রথম আসে ফিল্দি ফ্র্যাংক নামধারী এক ভিডিও ব্লগারের মাথায়৷ কিন্তু অস্ট্রেলিয়ার দ্য-সানি-কোস্ট-স্কেট গোষ্ঠীর ভিডিও'টি প্রথমে ভাইরাল হয়, তারপর বিশ্বব্যাপী ইনফেকশন ছড়ায় ৷ ইউটিউব বলছে, ইতিমধ্যে প্রতিদিন হাজার-হাজার নতুন হার্লেম শেক ক্লিপ আপলোড করা হচ্ছে৷ কাজের জায়গায়, খেলার মাঠে, সৈন্যদলে, ট্রেনে, বাস-স্টপে, সর্বত্র মানুষ নাচছে – গ্যাংনাম স্টাইলে নয়, হার্লেম শেক'এ৷ অধিকাংশ ভিডিও'তেই তারা আজব সব জামাকাপড় পরা – কিংবা আধ-পরা কিংবা প্রায় না পরা৷ সব ভিডিও'ই শুরু হচ্ছে মুখোশ-পরা এক নাচনেওয়ালাকে দিয়ে, যাকে প্রথমে কেউ তোয়াক্কা করছে না৷ কিন্তু পরে সকলেই তার সঙ্গে সেই তালে তালে নাচছে৷

দক্ষিণ কোরিয়ার সাই'এর গ্যাংনাম স্টাইল ভিডিও ক্লিক হয়েছিল ১৩০ কোটি বার৷ এ'ভাবে চললে নাকি হার্লেম শেক গ্যাংনাম স্টাইল'কে ছাড়িয়ে যেতে পারে, বলছে ১৫ বছর বয়সী এক অস্ট্রেলীয় কিশোর, যে আদত ভিডিও'টিতে ছিল৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য