1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেনদেনের উপর নতুন কর

২৩ জানুয়ারি ২০১৩

ইউরোপের ১১টি দেশে আর্থিক লেনদেনের উপর কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এদিকে ইউরোগ্রুপের নতুন প্রধান নিযুক্ত হলেন নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী ইয়েরুন ডাইসেলব্লুম৷

https://p.dw.com/p/17PBo
Illustration - Symbolfoto Übergabe von Schmiergeld, Euro-Geldscheine in verschiedenen Werten, aufgenommen amm 23.06.2011. Foto: Jette Fröhlich/FSU
প্রতীকী ছবিছবি: picture alliance/ZB

আর্থিক লেনদেনের উপর কর চাপানোর ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ১১টি দেশ অগ্রসর হতে বদ্ধপরিকর৷ মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে৷ বাকি দেশগুলিও এতে কোনো আপত্তি জানায়নি৷ জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেন এই উদ্যোগে সামিল হওয়ায় বাকিদের অনুপস্থিতি নিয়ে আর তেমন আলোচনা হচ্ছে না৷ অন্যদিকে ব্রিটেন ও সুইডেন সহ কিছু দেশ এখনো এর বিরোধিতা করছে৷

তবে সুইডেন, ডেনমার্ক, রুমেনিয়া ও হাঙ্গেরির মতো দেশ ভবিষ্যতে এই কাঠামোয় অংশ নেওয়ার পথ খোলা রাখার পক্ষে৷ বিরোধীদের বক্তব্য, ইউরোপের অর্থনীতির এই দুর্দিনে বিনিয়োগ আকর্ষণ করা অনেক বেশি জুরুরি৷ শিল্প-বাণিজ্য জগতের উপর বাড়তি কর চাপালে তাদের কাছে ভুল বার্তা যাবে৷ ওদিকে জার্মানি ও ফ্রান্স সহ নতুন এই করের প্রবক্তারা বলছে, এতকাল সংকট সামাল দিতে শুধু করদাতাদের অর্থের দিকে হাত বাড়াতে হয়েছে৷ এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির লেনদেনের উপর কর বসিয়ে ইউরোপের নাগরিকদের কাছে সঠিক বার্তা পৌঁছানো যাবে৷

GettyImages 159867629 Dutch Finance Minister and Eurogroup President Jeroen Dijsselbloem (L) listens to Danish Economy Minister Margrethe Vestager on January 22, 2013 before an Economic and Financial Affairs Council at EU headquarters in Brussels. EU finance ministersare expected to approve a financial transactions tax requested by 11 European Union nations. AFP PHOTO / GEORGES GOBET (Photo credit should read GEORGES GOBET/AFP/Getty Images)
ইউরোগ্রুপের নতুন প্রধান নিযুক্ত হলেন নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী ইয়েরুন ডাইসেলব্লুম (বামে)ছবি: AFP/Getty Images

ইউরো এলাকার দেশগুলির গোষ্ঠী ‘ইউরোগ্রুপ'-এর প্রধানের পদে এতকাল দায়িত্ব পালন করে এসেছেন লুক্সেমবুর্গ-এর প্রধানমন্ত্রী জঁ ক্লোদ ইয়ুংকার৷ এবার তাঁর জায়গায় এবার এলেন নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী ইয়েরুন ডাইসেলব্লুম৷ ইউরো এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে এই পদের বাড়তি গুরুত্ব টের পাওয়া যাচ্ছে৷ অত্যন্ত অভিজ্ঞ ও বিচক্ষণ ইয়ুংকার পারদর্শিতার সঙ্গে এই দায়িত্ব সামলে এসেছেন৷ ডাইসেলব্লুম বলেছেন, আগামী ৩০ মাস ধরে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চান৷ সোমবার রাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি৷ মঙ্গলবার অর্থমন্ত্রীদের বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন পদে স্বাগত জানানো হয়৷

স্পেন অবশ্য ডাইসেলব্লুমের নিয়োগ সম্পর্কে সন্তুষ্ট নয়৷ তাদের বক্তব্য, ইউরো এলাকার প্রায় সব গুরুত্বপূর্ণ পদই শক্তিশালী দেশগুলির দখলে, যাদের অর্থনীতি এখনো ‘ট্রিপল এ' রেটিং পেয়ে চলেছে৷ স্পেনের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশগুলি সেখানে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না৷

গত বছর সংকটে জর্জরিত দেশগুলি সংস্কার, ব্যয় সংকোচ ইত্যাদি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ ফলে ২০১৩ সালে পরিস্থিতি অনেকটা শান্ত থাকার কথা বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে থাকায় তার সুফল পেতে আরও কয়েক বছর লেগে যাবে৷ তবে পূর্ব-ইউরোপে প্রবৃদ্ধির আশা করা হচ্ছে৷

শুধু গ্রিস নয়, এবার পর্তুগাল ও আয়ারল্যান্ডও ইউরো এলাকার অর্থমন্ত্রীদের কাছে ঋণ পরিশোধ করার জন্য বাড়তি সময় চেয়েছে৷ ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত কয়েকটি কিস্তিতে মোটা টাকা ফেরত দিতে হবে পর্তুগালকে৷ একটু সময় পেলে বাজার থেকে আবার স্বাভাবিক ভাবে ঋণ পাওয়ার পথ সুগম হয়ে যাবে, এমনটাই আশা সে দেশের অর্থমন্ত্রীর৷ এ দিকে ইউরোপীয় কমিশন মঙ্গলবার দুশ্চিন্তা প্রকাশ করে বলেছে, ২০১২-১৩ সালে স্পেনের সরকারি ব্যয় কমানোর যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, সে দেশের সরকার তা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে৷

এদিকে জার্মানির অর্থনীতি সম্পর্কে গত সপ্তাহে দুশ্চিন্তা সত্ত্বেও জার্মানি সম্পর্কে বিনিয়োগকারীদের আস্থার সূচক বেড়ে গেছে৷ ২০১০ সালে ইউরো এলাকায় ঋণ সংকট শুরু হওয়ার পর এই মাত্রা এত বাড়েনি৷ ফলে সামগ্রিকভাবে ইউরো এলাকার অর্থনীতি সম্পর্কে ক্ষীণ আশার আলো দেখা যাচ্ছে৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য