1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্র্যাংক কল’

২৯ সেপ্টেম্বর ২০১২

অন্য একজনের ভূমিকায় অবতীর্ণ হয়ে ফোন করার নাম ‘প্র্যাংক কল’৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন এমনই কল পেয়েছিলেন বুধবার৷ সময়টা ছিল তাঁর জন্য বছরের ব্যস্ততম সময়ের একটা দিন৷ কেননা নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন৷

https://p.dw.com/p/16HP3
GettyImages 152750426 NEW YORK, NY - SEPTEMBER 25: United Nations Secretary-General Ban Ki-moon addresses the United Nations General Assembly on September 25, 2012 in New York City. Over 120 prime ministers, presidents and monarchs are gathering this week at the U.N. for the annual meeting. This year's focus among leaders will be the ongoing fighting in Syria, which is beginning to threaten regional stability. (Photo by Spencer Platt/Getty Images)
ছবি: Getty Images

অধিবেশন চলাকালে বান কি মুনকে প্রায় ১২০টি বৈঠকে অংশ নিতে হচ্ছে৷ এবং সেটা মাত্র এক সপ্তাহে৷ বলা যায়, দম ফেলার সময় নেই তাঁর৷ ঠিক এই সময়টাকেই প্র্যাংক কলের জন্য বেছে নিয়েছিলেন ক্যানাডার মন্ট্রিওলের একটি রেডিও স্টেশনের দুই কমেডিয়ান সেবাস্টিয়ান ট্রুডেল আর মার্ক অ্যান্টনি অডেটে৷ তাঁরা ক্যানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সেজে জাতিসংঘের মহাসচিবকে ফোন করেছিলেন৷ এক ঘণ্টারও কম সময়ের চেষ্টায় তাঁরা বান কি মুনের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে ফেলেন৷ সেসময় মুনকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়ে ফোন ধরতে হয়েছিল৷ জাতিসংঘের অধিবেশনে যেতে না পারার জন্য দু:খ প্রকাশ করেন ক্যানাডার নকল প্রধানমন্ত্রী৷ এবং এর কারণ হিসেবে নিজের চুলের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকার কথা জানান তিনি!

এরপর ঐ দুই কমেডিয়ান যখন মুনকে কুইবেক শহরের একটি হকি দল নিয়ে ক্যানাডার জাতীয় হকি লিগের কমিশনারের সঙ্গে কথা বলতে বলেন তখনই মহাসচিব মুন বুঝতে পারেন যে, তিনি প্র্যাংক কলের শিকার হয়েছেন৷ কিন্তু ততক্ষণে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে!

শুধু জাতিসংঘের মহাসচিবই নন, এই দুই ক্যানাডীয় কমেডিয়ানের প্র্যাংক কলে ধরাশায়ী হয়েছিলেন ২০০৮ সালের মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন'ও৷ ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি সেজে পেলিনের কাছে ফোন করা হয়েছিল৷ এবং সেটা নির্বাচনের মাত্র কদিন আগে৷ সেসময় ফোনে পেলিনকে শিলমাছ শিকারে যেতে রাজি করিয়েছিলেন নকল সার্কোজি!

জেডএইচ / এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য