1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিডিয়া ফোরাম

২৬ জুন ২০১২

সোমবার ২৫শে জুন থেকে বুধবার ২৭শে জুন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা মিলিত হচ্ছেন এই বন শহরে৷ ভবিষ্যতের বিশ্ব গড়ার ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি ও সংবাদ মাধ্যমের ভূমিকাই এবছরের সম্মেলনের বিষয়৷

https://p.dw.com/p/15LTN
ছবি: DW

গোটা বিশ্বে সংবাদ মাধ্যমের জগতে প্রতিযোগিতা বেড়ে চলেছে৷ দেশ-মহাদেশের সীমানা পেরিয়ে টেলিভিশন, রেডিও বা অনলাইন প্রতিবেদন পৌঁছে যাচ্ছে বিশাল সংখ্যক মানুষের কাছে৷ অনেক ক্ষেত্রেই তার সঙ্গে জড়িয়ে থাকে মুনাফার প্রশ্ন৷ অথবা দর্শক, শ্রোতা বা পাঠক সংখ্যার ভিত্তিতে স্থির করা হয় রেটিং৷ সাফল্যের এই চাপের মুখে সংবাদ মাধ্যম কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে? বিশ্বায়নের এই যুগে শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ক্ষেত্রেই বা দেশ, সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানের কী ভূমিকা থাকা উচিত? বন শহরে গ্লোবাল মিডিয়া ফোরামে জোরালো আলোচনা চলছে এই সব বিষয় নিয়ে৷

আরব বিশ্বে পরিবর্তনের বাতাস বইছে৷ মিশরের মতো দেশে গণতন্ত্রের বিকাশের সঙ্গে সঙ্গে সমাজেও ঘটে চলেছে পরিবর্তন৷ স্বৈরাচারী শাসনামলে সবার জন্য শিক্ষার আন্তরিক প্রচেষ্টা করা হয় নি৷ কিছু বক্তার মতে, শিক্ষার ফলে মানুষের সচেতনতা বাড়ুক,  এমনটা অনেক শাসকের পছন্দ হয় না, ইসলামিক ব্রাদারহুড'ও সেই একই মনোভাব দেখাবে কি না, সেটাই এখন প্রশ্ন৷ বিশ্বায়নের ফলে যে সাংস্কৃতিক আদান-প্রদান ঘটছে, সেটাও একটা বড় চ্যালেঞ্জ৷ জিম্বাবওয়ের শিশু টেলিভিশনে বিবিসির শিশুদের অনুষ্ঠান শুনে একেবারে অবিকল সেই উচ্চারণে কথা বলছে৷ ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউসুফ হাবিবি মনে করেন, বিদেশি বা অপরিচিত সংস্কৃতির প্রভাব মূল সমস্যা নয়, সমস্যা হলো মূল্যবোধ নিয়ে৷ প্রতিটি সমাজের নিজস্ব মূল্যবোধের উপর যখন আঘাত পড়ে, তখনই সংকট দেখা যায়৷ তাই সমাজকে এই ধাক্কা সামলানোর জন্য উপযুক্ত করে তোলাই হওয়া উচিত মূল দায়িত্ব৷

মঙ্গলবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে সম্মেলনে বক্তব্য রাখেন৷ তিনি শিক্ষার প্রয়োজনীয়তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ করে যেসব দেশে কিশোর ও তরুণদের আনুপাতিক সংখ্যা বেশি, সেখানে উপযুক্ত শিক্ষা, উচ্চশিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণই সাফল্যের মূল চাবিকাঠি, বলেন ভেস্টারভেলে৷ গত শনিবার ঢাকার কড়াইল বস্তিতে একটি স্কুল পরিদর্শন করতে গিয়ে তিনি পড়ুয়াদের চোখে যে স্বপ্ন দেখতে পেয়েছেন, সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি৷ তাছাড়া আজকের বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে সংঘাতের বদলে সহযোগিতাই অগ্রসর হওয়ার সঠিক পথ৷ এতকাল পশ্চিমা বা শিল্পোন্নত বিশ্বই বাকিদের তর্জনী দেখিয়ে এসেছে৷ এখন সেই যুগ আর নেই৷ সবাইকেই সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, বলেন ভেস্টারভেলে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য