1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভূমিকম্প বা সুনামির আঘাত সামলাতে পারবে না বাংলাদেশ’

১৩ এপ্রিল ২০১২

গত পরশু ইন্দোনেশিয়া সহ থাইল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল৷ ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও৷ বিরাট ধরণের ভূমিকম্প বা সুনামি যদি আবারো আঘাত হানে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কী হবে?

https://p.dw.com/p/14cU7
ছবি: Reuters

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাকসুদ কামাল জানান সুনামি বা ভূমিকম্পের আঘাতের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ভীষণভাবে নাজুক৷ তিনি আরো বলেন, ‘‘সুনামি বাংলাদেশের মানুষের জন্য নতুন একটি দুর্যোগ৷ ২০০৪ সালের পর থেকে বাংলাদেশের মানুষরা এর সঙ্গে পরিচিত৷ সুনামি প্রতিরোধ করতে বাংলাদেশের ব্যবস্থা অত্যন্ত সীমিত৷ আমরা সম্প্রতি দেশের মানুষদের সচেতন করতে বিভিন্ন ধরণের কাজ করে আসছি৷ সরকার হাতে নিয়েছে বেশ কিছু প্রকল্প৷ আমাদের উপকূলবর্তী অঞ্চলে প্রায় তিন হাজার সাতশো সাইক্লোন সেন্টার রয়েছে৷ এবং প্রায় পাঁচ হাজার কিলোমিটারের মতো উপকূলে বাধ রয়েছে৷ আরো রয়েছে ৫০ হাজার স্বেচ্ছাসেবক৷ তাদের আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি৷ তারাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চলছে৷ এসব স্বেচ্ছাসেবকদের সুনামি এবং ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন ধরণের ট্রেনিং দেয়া হয়েছে এবং হচ্ছে৷’’

Straßenverkehr in Dhaka
ঢাকা শহর কি ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারবে?ছবি: DW

এই মুহূর্তে যদি বাংলাদেশে বড় আকারের ভূমিকম্প হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? এ প্রশ্নের উত্তরে অধ্যাপক মাকসুদ কামাল বললেন, ‘‘ঢাকার অদূরে মধুপুরে ১৮৮৫ সালে সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল৷ সেই আকারের ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তাহলে ঢাকার তিল লক্ষ ছাব্বিশ হাজার দালান-কোঠার মধ্যে তাৎক্ষণিকভাবে প্রায় বাহাত্তর হাজার দালান কোঠা ভেঙ্গে পড়বে৷ এবং ছিয়াশি হাজার দালান-কোঠা বসবাসের অনুপোযোগী হয়ে উঠবে৷ এক লক্ষ ছাপ্পান্ন হাজার দালান-কোঠার মানুষ রাত কাটাবে খোলা আকাশের নীচে৷ চট্টগ্রামে এক লক্ষ বিরাশি হাজার দালান-কোঠার মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দালান-কোঠার ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে৷ সিলেটেও বাহান্ন হাজার দালান-কোঠার মধ্যে চব্বিশ হাজার দালান-কোঠা তাৎক্ষণিকভাবে ভেঙ্গে পড়বে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান