1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টীন এজ পতিতা

২০ মার্চ ২০১২

গরু মোটাতাজাকরণ বড়ি ‘ওরাডেক্সন’৷ তবে আজকাল বাংলাদেশের বিভিন্ন পতিতালয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এসব খাওয়ানো হচ্ছে৷ ফলে তাদের শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ছে৷

https://p.dw.com/p/14Mwh
ছবি: AP

মেয়েটার নাম হাসি৷ মাত্র ১৭ বছর বয়স তার৷ এ বয়সের একটা মেয়ে লেখাপড়া করবে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক৷ কিন্তু সবার ভাগ্য তো একরকম হয় না৷ তাই অল্প বয়সী হাসিকে কাজ করতে হচ্ছে একজন পতিতা হিসেবে৷ কোনো কোনো দিন তাকে ১৫ জন পুরুষকেও খুশি করতে হয় বলে সে জানিয়েছে৷ তার চার বছরের একটি ছেলেও রয়েছে, যে থাকে হাসির আত্মীয় স্বজনের কাছে৷ গত দুই বছর ধরে হাসি তার ছেলেকে দেখেনি৷

হাসি কাজ করে টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয়ে৷ প্রায় নয়শো যৌনকর্মীর বাস সেখানে৷ এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক, মানে অল্প বয়সি কর্মীর সংখ্যা ৫০'এর বেশি হবে বলে জানিয়েছেন বুলবুল মল্লিক৷ তিনি ‘যায় যায় দিন' পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি৷ গতমাসে তাঁর সহায়তায় ঐ পতিতালয় থেকে মর্জিনা নামের একটি যুবতিকে উদ্ধার করা হয়৷ ময়মনসিংহের মেয়ে মর্জিনা ভাইয়ের সঙ্গে ঢাকায় বাসাবাড়িতে কাজ করতো৷ পরে জনৈক এক মহিলা তাকে ভাল চাকরি দেয়ার লোভ দেখিয়ে টাঙ্গাইলের ঐ পতিতালয়ে বিক্রি করে দেয়৷

Nirvanavan Foundation Kinder Prostitution Rajasthan
বয়সটা কিন্তু লেখাপড়া করার, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখারছবি: Lauren Farrow

মল্লিক ডয়চে ভেলেকে জানান, একেকজন মেয়েকে কিনতে ৫০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়৷ তিনি বলেন, ‘‘সর্দারনীদের সঙ্গে অন্যভাবে কথা বলে আমরা জানতে পেরেছি এ তথ্য৷ অভাবের কারণেও অনেকে পতিতাবৃত্তি বেছে নেয়৷''

স্থানীয় প্রশাসন বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে পতিতালয়ের কোনো যোগসাজশ আছে কীনা জানতে চাইলে মল্লিক বলেন, ‘‘হ্যাঁ, তা থাকাটা অস্বাভাবিক কিছু না৷''

এদিকে, অল্প বয়সি মেয়েদের আকর্ষণীয় করে তুলতে ওরাডেক্সন খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে৷ এটা খেলে স্বাস্থ্য বাড়ে৷ ফলে অল্পবয়সিদের দেখতে বয়স্ক মনে হয়৷ কোনো মেয়ে খেতে না চাইলেও তাদের জোর করে ওরাডেক্সন খাওয়ানো হয়৷ হাসি বলছে, সে প্রথম দিকে ওরাডেক্সন খেতে চাইত না৷ এজন্য সর্দারনী তাকে মারধর করতো৷ ওরাডেক্সন খেলে কী হয়? জানতে চেয়েছিলাম মল্লিকের কাছে৷ তিনি বলেন, ‘‘ঠিক কী হয় সেটা আমি বলতে পারব না৷ তবে পতিতালয়ে এই বড়ি পাওয়া যায়৷ এটা খেলে অল্প বয়স্কদের বড়োসড় মনে হয়৷''

এদিকে জানা গেছে, ওরাডেক্সনের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ত্বকের অসুখ, মাথাব্যাথা ইত্যাদি হতে পারে৷ এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে৷

ওরাডেক্সনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে যৌনকর্মীদের সচেতন করতে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে৷ কিন্তু এটা করতে গিয়ে পতিতালয়ের মালিক ও দালালদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এসব সংস্থার লোকজন৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য