1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালবাসা দিবস

১৪ ফেব্রুয়ারি ২০১২

চলছে বার্লিনালে৷ আজ ভালবাসা দিবসে মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপের হাতে তুলে দেয়া হবে বিশেষ গোল্ডেন বেয়ার সম্মাননা পুরস্কার৷

https://p.dw.com/p/1433R
US actress and director Angelina Jolie (C) poses with Bosnian Serb actor Goran Kostic (R) and Bosnian actress Zana Marjanovic (L) during their arrival for the premiere of the movie 'In The Land Of Blood And Honey' during the 62nd Berlin International Film Festival, in Berlin, Germany, 11 February 2012. The movie is presented in the section Berlinale Special at the 62nd Berlinale running from 09 to 19 February. Photo: Jens Kalaene dpa +++(c) dpa - Bildfunk+++
বার্লিনালেতে সহকর্মীদের সাথে জোলিছবি: picture-alliance/dpa

আজই গালা স্ক্রিনিং হবে মেরিল স্ট্রিপ অভিনীত ‘দ্যা আয়রন লেডি' ছবির৷ এর ঠিক দু দিন আগে বাফটায় ৬২ বছর বয়স্ক এই অভিনেত্রী সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন৷ গতকাল বার্লিনে আরেক মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির হাতে তুলে দেয়া হয় পুরস্কার৷ পুরস্কারের নাম ‘সিনেমা ফর পিস'৷ মানবাধিকার রক্ষামূলক বিশেষ ধরণের ছবিগুলো এই পুরস্কারে ভূষিত হয়৷

অ্যাঞ্জেলিনা জোলি তার পরিচালিত প্রথম ছবি,‘ইন দ্যা ল্যান্ড অফ ব্লাড এ্যান্ড হানি'-র জন্য এই পুরস্কার পান৷ ছবিতে বসনিয়ার যুদ্ধের ঘটনা তুলে ধরা হয়েছে৷ ছবিটি তৈরি করা হয়েছে স্থানীয় ভাষায়৷ অভিনয় করেছেন সেদেশেরই নায়ক-নায়িকারা৷ স্বামী ব্র্যাড পিটকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন জোলি বর্লিন চলচ্চিত্র উৎসবে৷

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন,‘‘এই পুরস্কার শুধু ছবিতে কি দেখানো হয়েছে, কী বলা হয়েছে তার জন্য নয় বরং পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কী করা উচিৎ তা নিয়ে কথা বলার, চিন্তার, ভাবনার সুযোগ আমরা পাবো৷ আমরা সেটাই চাই৷''

Actress Meryl Streep poses with her award for best performance by an actress in a motion picture - drama for "The Iron Lady," backstage at the 69th annual Golden Globe Awards in Beverly Hills, California January 15, 2012. REUTERS/Lucy Nicholson (UNITED STATES - Tags: ENTERTAINMENT PORTRAIT) (GOLDENGLOBES-BACKSTAGE)
মেরিল স্ট্রিপছবি: dapd

আর মেরিল স্ট্রিপ? সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবন নিয়ে তৈরি ‘দ্যা আয়রন লেডি'৷ ছবিতে সেরা অভিনয়ের জন্য মেরিল স্ট্রিপ বাফটা পুরস্কার পেয়েছেন, পেয়েছেন গোল্ডেন গ্লোব এবং অস্কার মনোনয়নের তালিকাতেও রয়েছে তিনি৷ ৩০ বছরের অভিনয়ের জীবনে ১৭ বার অস্কার মনোনয়ন পেলেন মেরিল স্ট্রিপ৷ পুরস্কার পেয়েছেন দুই বার৷ এবার যদি পান তাহলে তিনিই হবেন প্রথম হলিউড অভিনেত্রী যিনি তিন বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হবেন৷

এ বছরের অস্কার পুরস্কার বিতরণ করা হবে ২৬শে ফেব্রুয়ারি৷ মেরিল স্ট্রিপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পান কিনা তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন৷ মেরিল স্ট্রিপ এর আগে ‘ক্র্যামার ভার্সেস ক্র্যামার' এবং ‘সোফিস চয়েস' ছবিতে অভিনয় করে অস্কার জিতে নেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য