1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ নারী শিক্ষায় অনেক এগিয়ে গেছে: অমর্ত্য সেন

২৯ ডিসেম্বর ২০১১

নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবদ ড. অমর্ত্য সেন বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশ নারী শিক্ষায় অনেক এগিয়ে গেছে৷ নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পেয়েছে ঈর্ষণীয় সাফল্য৷ তবে ভারতের অর্থনীতি থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে৷

https://p.dw.com/p/13bQG
অমর্ত্য সেনছবি: AP

ঢাকা সফররত নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবদ ড. অমর্ত্য সেন সকালে শিল্পকলা একাডেমিতে পর পর দু'টি অনুষ্ঠানের অংশ নেন৷ সেই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আয়ের পার্থক্য বাড়ছে৷ আর তাতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ৷ তিনি জানান, আগে বাংলাদেশের সঙ্গে ভারতের আয়ের ব্যবধান ছিল ৫০ শতাংশ এখন তা ২০০ শতাংশ৷ তিনি মনে করেন বাংলাদেশের উচিত ভারতের অর্থনৈতিক উন্নয়ন থেকে শিক্ষা নেয়া৷ তাঁর মতে বাংলাদেশ যে একেবারে শিক্ষা নিচ্ছেনা তা নয়৷ তবে আরো বেশি হওয়া প্রয়োজন৷ তিনি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন৷

অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে৷ বিশেষ করে নারী শিক্ষায় ভারতকে পিছনে ফেলে দিয়েছে বাংলাদেশ৷ আর শিশু ও নারীর স্বাস্থ্যের ব্যাপারেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ তিনি মনে করেন বাংলাদের অগ্রগতির পিছনে নারীরা এখন উল্লেখেযোগ্য ভূমিকা রাখছেন৷

বিকেলে অমর্ত্য সেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘শ্রুতি গীতবিতান' নামে দু হাজার দুশো বাইশটি রবীন্দ্রসংগীতের ডিভিডি প্রকাশের একটি অনুষ্ঠানে যোগ দেন৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক