1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ সংগীত জগতের সুপার স্টার রবি উইলিয়ামস

২৪ নভেম্বর ২০১১

সমকালীন পপ সংগীতাঙ্গনে এক অতি সুপরিচিত নাম রবি উইলিয়ামস৷ ব্রিটিশ এই সংগীত তারকা প্রায় দু’দশক ধরে তাঁর অসাধারণ জনপ্রিয়তা ও সাফল্য ধরে রাখতে পেরেছেন৷

https://p.dw.com/p/13GIB
রবি উইলিয়ামসছবি: picture alliance/abaca

নব্বই এর প্রথম দিকে ‘টেক দ্যাট' সংগীত গোষ্ঠীর মধ্য দিয়ে পপ অঙ্গনে, গীতিকার, সুরকার ও গায়ক রবি উইলিয়ামস'এর আত্মপ্রকাশ৷ পাঁচ সদস্যের এই সংগীত গোষ্ঠী নব্বই-এর দশকের তরুণ সমাজে পেয়েছে বিপুল সমাদর ও আন্তর্জাতিক খ্যাতি৷

‘টেক দ্যাট' গোষ্ঠীর গায়ক হিসেবে, অসংখ্য অ্যালবাম বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ সংগীতাঙ্গনে রবি উইলিয়ামস হয়ে ওঠেন এক সুপার স্টার৷ ১৯৯৫ সালে মতবিরোধের কারণে রবি এই গোষ্ঠী ছেড়ে দেন এবং একক সংগীত শিল্পী হিসেবে শুরু করেন তাঁর ক্যারিয়ার৷ ১৯৯৭সালে প্রকাশ পায় তাঁর প্রথম একক হিট অ্যালবাম ‘লাইফ থ্রু এ লেন্স'৷ তারপর থেকেই একের এক অ্যালবাম তাকে এনে দেয় আরো খ্যাতি৷

Flash-Galerie Robbie Williams in Köln
কোলনে ভক্তের হাতে রবিছবি: picture alliance/dpa

রবি উইলিয়ামস'এর জন্ম ১৯৭৪ সালে ইংল্যাণ্ডের নিউ কাসেলে৷ স্কুল জীবন থেকেই মিউজিক্যাল এর প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ৷ স্কুলের বেশ কিছু পরিবেশনায় অংশগ্রহণ করেন তিনি৷ ১৬ বছর বয়সে স্কুল শিক্ষা শেষ না করে থিয়েটারে যোগ দেয়ার চেষ্টা করেন এবং বেশ কিছু মিউজিক্যালে সুযোগও পেয়ে যান তিনি৷ ১৯৯০ সালে রবির পরিচয় হয় সংগীত প্রতিনিধি নাইজেল মার্টিন-স্মিথ এর সাথে৷ তিনি তাঁকে ‘টেক দ্যাট' সংগীত গোষ্ঠীতে যোগ দেয়ার আমন্ত্রণ জানান৷ সেই থেকে শুরু হয় তাঁর সফল সংগীত জীবন৷

বিশ্বব্যাপী প্রায় ৭ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ সতেরোবার ব্রিট, দু‘বার গ্র্যামি,

সাত বার এখো সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন পপ সংগীত জগতের সুপার স্টার রবি উইলিয়ামস৷ বহু খ্যাতিমান শিল্পী কন্ঠ মিলিয়েছেন তাঁর সাথে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য