1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনেও দীপাবলি, তবে অন্য মেজাজে

১২ অক্টোবর ২০১১

ভারতীয় উপমহাদেশ এখনো দীপাবলির সাজে সাজতে শুরু করে নি৷ কিন্তু পিছিয়ে নেই বার্লিন৷ বুধবার রাতে বার্লিন মেতে উঠছে আলোর উৎসবে৷ শেষ হবে ২৩শে অক্টোবর, দীপাবলির ঠিক আগে৷

https://p.dw.com/p/12qXl
Berlin's famous landmark Brandenburg Gate is colourfully illuminated during the "Festival of Lights" Thursday, Oct. 16, 2008. During the festival lasting till Oct. 26, 2008 about 50 buildungs in the city are illuminated by artists during the night. (AP Photo/Sven Kaestner)
বর্ণিল সাজে সজ্জিত বার্লিনছবি: AP

বার্লিন স্থাপত্যের শহর, ইতিহাসের শহর, উৎসবের শহর৷ দৈনন্দিন জীবনের সমস্যা ভুলে উৎসবে মেতে উঠতে জানেন এই শহরের মানুষ৷ কোষাগারের বেহাল অবস্থা সত্ত্বেও ক'দিন আগেই শহরের মানুষ তৃতীয় বারের মতো ক্ষমতায় ফেরালেন আমুদে মেয়র ক্লাউস ভোভেরাইট'কে৷

Lights illuminate the clouds above the main station of Berlin, Germany, Wednesday, Dec. 27, 2006. (AP Photo/Michael Sohn)
আলোকসজ্জিত বার্লিন ট্রেন স্টেশনছবি: AP

অতএব আবার উৎসব৷ বুধবার রাতে শহরের প্রাসাদ, মিউজিয়াম, স্মৃতিসৌধ সহ সব স্থাপত্য সেজে উঠছে আলোর সাজে৷ নানা রঙের আলো, নানা আকারের আলো৷ শুধু স্থাপত্যকলার মহিমা তুলে ধরতে গোটা বিশ্বে এত বড় আকারের আলোর উৎসব সহজে দেখা যায় না৷ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পটসডামার প্লাৎস থেকে শুরু হবে এই আলোর বন্যা৷ এই নিয়ে পর পর ৭ বছর ধরে চলছে আলোর এই উৎসব৷ হেমন্তের সময় গোধূলি লগ্নে বার্লিনের আকাশে এমনিতেই অপূর্ব আলোর ছটা দেখা যায়৷ তারই সম্পূরক হিসেবে যোগ হয় মানুষের তৈরি এই আলোর ছটা৷ বার্লিনে থাকলে আলোর এই উৎসব এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই৷ চলছে শহরের বিখ্যাত রাস্তা ‘কুদাম'-এর ১২৫ বছর পূর্তি উৎসব৷ এই উৎসবের আয়োজকরাও বিশেষ আলোর ব্যবস্থা করছেন৷

Women light earthen lamps on the eve of the Hindu festival of Diwali, in Agartala, India, Friday, Oct. 20, 2006. Diwali, the festival of lights that falls on Oct. 21, is popularly celebrated by lighting up homes with earthen lamps and bursting firecrackers. (AP Photo/Ramakanta Dey)
ভারতের দীপাবলিছবি: AP

বিশাল অঙ্কের ব্যয় করে এমন উৎসব করার সপক্ষে কোনো যুক্তি রয়েছে কি? নিন্দুকদের এই সমালোচনার জবাবে আয়োজকরা বলেন, এই উৎসব দেখতে লক্ষ-লক্ষ পর্যটকের ঢল নামে৷ গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের বাড়তি আগ্রহ বার্লিনের উজ্জ্বল ভাবমূর্তির জন্য জরুরি বটে৷ শুধু গত বছরই প্রায় ১০ লক্ষ পর্যটক এসেছিলেন এই উৎসব দেখতে৷ হোটেলগুলিতে ৪২৫,০০০ বাড়তি বুকিং হয়েছিল৷ তাছাড়া আকাশে আলোর ছটা দেখতে পয়সাও লাগে না৷

কে বলবে, ২২ বছর আগেও এই বার্লিন শহর ছিল বিভক্ত – শীতল যুদ্ধের লৌহ যবনিকার সীমানা৷ আজকের জমজমাট পটসডামার প্লাৎস যে আলোর উৎসবের কেন্দ্রবিন্দু, মাত্র ১০ বছর আগেও সেখানে ছিল ধু ধু প্রান্তর৷ বার্লিন থেমে থাকে না, সব সমস্যা, সংকট অগ্রাহ্য করে এগিয়ে চলে৷ আলোর উৎসবও যেন সেই ‘স্পিরিট'এর আরেকটা পরিচয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ