1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মজীবনী প্রকাশ করে আবারও ঝড় তুললেন শোয়েব

২৫ সেপ্টেম্বর ২০১১

যতদিন ক্রিকেট খেলেছেন বরাবরই নানা বিতর্কের জন্ম দিয়ে গেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার৷ অবসর নেয়ার পরও তার শেষ নেই৷ নিজের আত্মজীবনী প্রকাশ করে আবারও বিতর্কের ঝড় তুললেন তিনি৷

https://p.dw.com/p/12g8B
ছবি: AP

শুধু নিজ দলের সতীর্থদের নয় অন্য দেশের নামী দামী খেলোয়াড়দের নিয়েও নানা বিতর্কিত মন্তব্য করেছেন এক সময়ের সাড়া জাগানো এই ফাস্ট বোলার৷ তার মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তার বল টেম্পারিং নিয়ে কথাবার্তা৷ ‘কন্ট্রোভার্সালি ইওরস' নামে প্রকাশিত এই আত্মজীবনীতে শোয়েব দাবি করেছেন পাকিস্তানের প্রায় সব পেস বোলারই এই বল টেম্পারিং এর সঙ্গে জড়িত৷ উল্লৈখ্য, বেশি সুইং পাওয়ার জন্য অনেক বোলার বলের গায়ে আচড় কেটে বলের আকৃতি পরিবর্তন করে থাকেন৷ ক্রিকেটের আইনে এভাবে বলের আকৃতি পরিবর্তন কিংবা টেম্পারিং একেবারে নিষিদ্ধ৷ শোয়েব আখতার নিজেও দুইবার নিষিদ্ধ হয়েছিলেন এই বল টেম্পারিং এর অপরাধের জন্য৷ তো, সেই শোয়েব নিজেই স্বীকারোক্তি করেছেন, প্রথমদিকে প্রয়োজনে এই কুকর্মটি করলেও পরে তার সেটি অভ্যাসে পরিণত হয়েছিলো৷ একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, কেবল তিনি নয় তার দলের সব পেসারই এই কাজের সঙ্গে জড়িত৷ তিনি দাবি করেন, সব দেশের বোলাররাই বল টেম্পারিং করে থাকেন৷ স্লো উইকেটে টিকে থাকতে নাকি এটাই একমাত্র উপায়৷

শুধু নিজ সতীর্থদের নয় শোয়েবের কথার বাণ ছুটে গেছে ভারতের দুই তারকা ব্যাটসম্যান শচীন তেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দিকেও৷ এই দুইজন অনেক রান করেছেন কিন্তু তারা কখনোই দলকে জেতানোর সামর্থ্য রাখেন না বলে সমালোচনা করেছেন শোয়েব আখতার৷ উইকেটে যেমন তাদের বাউন্সার দিয়ে ব্যস্ত রাখতেন শোয়েব, বইতেও তাদের প্রতি তেমন বাউন্সার ছুঁড়েছেন তিনি৷ ‘‘শচীনের বিপক্ষে বল করার প্রথম দিকেই আমি টের পাই ম্যাচ জেতানোর গুণ তার মধ্যে নেই৷ বল উঠলে এবং গতি বেশি থাকলে শচীন মোটেও স্বচ্ছন্দ্য থাকতো না৷ সে আমার বিপক্ষে মোটেও ভালো বোধ করতো না,'' লিখেছেন শোয়েব আখতার৷ শোয়েবের মতে ভিভ রিচার্ডস কিংবা রিকি পন্টিং এর  মত যারা ব্যাট হাতে রাজত্ব করেছেন তারাই সত্যিকার ম্যাচ উইনার৷

Pakistanischer Cricketspieler Wasim Akram
শোয়েবের কথার জবাব দিয়েছেন ওয়াসিম আকরামছবি: AP

ওয়াসিম আকরামের জবাব

এদিকে শোয়েবের এসব বিতর্কিত কথাবার্তার জবাব এসেছে তার নিজ দল থেকেই৷ পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম শোয়েবের এইসব কথাবার্তার কঠিন জবাব দিয়েছেন এক সাক্ষাৎকারে৷ কারণ শোয়েব দাবি করেছেন, তার ক্রিকেট জীবন ধ্বংস করার চেষ্টা করেছিলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক৷ তার জবাবে ওয়াসিম বলেন, মাঠে সবসময়ই শোয়েব ছিলেন একটি সমস্যা৷ খেলা ছাড়ার পরও তিনি একই রকম রয়ে গেছেন৷ সারা দুনিয়া জানে নিজের ক্রিকেট জীবন ধ্বংস করার জন্য তিনি নিজেই দায়ী৷ এই ব্যাপারে অনেক কথা বার্তা হয়েছে, কিন্তু আমি কখনোই তাকে ছোট করতে চাইনি৷ শোয়েবের এই সব অভিযোগের ব্যাপারে ওয়াসিম আকরাম বলেন, অলিখিত হলেও অনেক বিষয় মেনে চলেন খেলোয়াড়রা৷ আর তা হলো কোন কোন বিষয় কখনোই প্রকাশ করা যাবে না৷

শচীন তেন্ডুলকারকে নিয়ে শোয়েব যে সমালোচনা করেছেন তাও উড়িয়ে দিয়েছেন এক সময়ের ক্রিকেট ইতিহাসে সেরা বাঁ হাতি পেসার ওয়াসিম আকরাম৷ তিনি জানান, শিয়ালকোটে শচীনের বিরুদ্ধে একটি ম্যাচে তার বয়স ছিল মাত্র ১৬৷ আমার ছিল ২২ আর ওয়াকার ইউনুসের ছিল ১৯৷ ওয়াকারের একটি বাউন্সার শচীনের মুখে লাগে৷ এরপরও কিছুক্ষণ পর মাঠে নেমে তিনি হাফ সেঞ্চুরি করেন৷ তখনকার ১৬ বছরের একটি ছেলে যদি ফাস্ট বোলিং এ ভয় না পায় তাহলে এখন কেন পাবেন?, প্রশ্ন করেন ওয়াসিম আকরাম৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক