1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটিস্টিক শিশুরা দেশের সম্পদে পরিণত হতে পারে: ডা.সালমা আকরাম

২৬ জুলাই ২০১১

বাংলাদেশে অটিস্টিক শিশুদের সঠিক কোন পরিসংখ্যান নেই৷ অনেক মা-বাবাই জানেন না যে তাদের শিশুটি অটিস্টিক৷ নেই সরকারি পর্যায়ে তাদের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান৷ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খরচ মেটানো অনেকের জন্যই অসম্ভব৷

https://p.dw.com/p/123A6
অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন সোনিয়া গান্ধীছবি: DW

ঢাকার সরকারি শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে কাজ করেন শিশু মনোবিজ্ঞানী ডা. সালমা ইকরাম৷ তিনি ডয়চে ভেলেকে জানান, অটিস্টিক শিশুদের নিয়ে বাংলাদেশে নির্ভরযোগ্য কোন পরিসংখ্যান নেই৷ নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ আর রাজধানী ঢাকায় এনিয়ে অনেক কথাবার্তা হলেও সারা দেশের চিত্র আলাদা৷ অনেক মা-বাবা শুরুতে বুঝতেই পারেন না যে তাদের শিশুটি অটিস্টিক৷

China Autismus
চীনেও অটিজম এক সমস্যাছবি: AP

তিনি জানান, দেশের ১৪টি সরকারি হাসপাতালে শিশু মনোবিকাশ কেন্দ্র রয়েছে৷ কিন্তু আলাদাভাবে অটিজম নিয়ে কাজ করার কোন প্রতিষ্ঠান নেই৷ তাই তাদের সঠিক পরিচর্যা আর মানসিক বিকাশে সময়মত পর্যাপ্ত পরামর্শ পান না অভিবাকরা৷ অটিস্টিক শিশুদের জন্য ঢাকাসহ দু'একটি বড় বড় শহরে বেসরকারি পর্যায়ে কিছু স্কুল গড়ে উঠলেও তা অনেক ব্যয়বহুল৷

ডা. সালমা আকরাম ঢাকায় অটিজম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনকে ইতিবাচক উল্লেখ করে বলেন, এতে মানুষের মধ্যে অটিজম নিয়ে সচেতনতা বাড়বে৷ সরকারও উদ্যোগী হবে৷ তার মতে সরকার উদ্যোগী হলে অটিস্টিক শিশুরা দেশের সম্পদে পরিণত হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক