1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাচুপিচু আবিষ্কারের শতবর্ষ পালন

৮ জুলাই ২০১১

পেরুর মানুষ আনন্দ-উৎসবে মেতেছে৷ পর্যটকদের বছরের পর বছর ধরে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে যে মাচুপিচু – তার আবিষ্কারের শতবর্ষ পালন করা হচ্ছে এই মাসেই৷ ১৯১১ সালের ২৪শে জুলাই মার্কিন অধ্যাপক আবিষ্কার করেছিলেন ইনকা নগরী মাচুপিচু৷

https://p.dw.com/p/11ref
পেরুর মাচুপিচু

মাচুপিচু শুধু পর্যটক নয়, বছরের পর বছর আকৃষ্ট করেছে প্রত্নতত্ববিদদেরও৷ ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীতে ইনকা নগরী মাচুপিচু তৈরি করা হয়৷ পেরুর দক্ষিণ-পশ্চিমে আন্দিজ পর্বতমালায় অবস্থিত এই শহর৷

১৯১১ সালে অ্যামেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহ্যাম মাচুপিচু আবিষ্কার করেন৷ ১৯১১ সালের ২৪শে জুলাই তিনি বৈজ্ঞানিক অভিযানে মাচুপিচু এসে পৌঁছান৷ তিনি খুঁজে পান ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া এই নগরী৷ ন্যাশানাল জিওগ্রাফিক জার্নালে তিনি তাঁর অভিযান এবং আবিষ্কারের কথা জানান৷ সুদর্শন অধ্যাপক বিংহ্যামের জীবনী থেকে প্রেরণা নিয়েই হলিউডে তৈরি হয়েছে ইন্ডিয়ানা জোন্স চরিত্র, যাঁকে একাধিক অ্যাডভেঞ্চারধর্মী ছবিতে দেখা গেছে৷

29.06.2009 DW-TV Global 3000 Machu Pichu
হাজার হাজার পর্যটকদের আকৃষ্ট করে ইনকা নগরী

পশ্চিমা জগত মাচুপিচু ‘আবিষ্কার'এর কৃতিত্ব নিলেও স্থানীয় কৃষকরা অনেককাল ধরেই জানে এই সভ্যতার কথা৷ কয়েক'শো বছর ধরে তারা এই পাহাড়ের কোলেই চাষ-বাস করছে৷

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে মাচুপিচুর শতবর্ষ পালন শুরু হয়েছে৷ চার বছর আগে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবেও স্থান পেয়েছে পেরুর মাচুপিচু৷ সেই উৎসবও যোগ হয়েছে এর সঙ্গে৷

আন্দিজের স্থানীয় নাচ-গান, কনসার্ট, প্যারেড এবং বিভিন্ন প্রচলিত রীতি-নীতি অনুসরণ করা হবে উৎসবে৷ এর সঙ্গে থাকবে বোদ্ধাদের সম্মেলন৷ পেরুর সরকার জানিয়েছে পেরুর মুদ্রা সোল-এ মাচুপিচুর ছবি ছাপা হবে৷ দশ সোল'এর নোটে তা দেখা যাবে৷

Das Imperium der Inka
ইনকা সভ্যতার নিদর্শনছবি: Staatliche Museen Berlin/Martin Franken

প্রত্নতত্ত্ববিৎ এবং জাতীয় সংস্কৃতি ইন্সটিটিউটের সাবেক প্রধান লুইস লুমব্রেরাস জানান,‘‘মাচুপিচু পেরুর জন্য মিশরের পিরামিডের মত৷''

অনেকেই বিশ্বাস করেন মাচুপিচু অত্যন্ত পবিত্র একটি জায়গা৷ আবার অনেকের বিশ্বাস এই শহরে ইনকা সম্রাট বসবাস করতেন৷ কেউ কেউ আবার বলেন, এটা ছিল ইনকাদের দুর্গ৷

মাচুপিচুর সৌন্দর্যের আকর্ষণ হল আশেপাশের ঘন সবুজ বন৷ ১৯৮৩ সালে ইউনেস্কো মাচুপিচুকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান দেয়৷ গতমাসে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, শতবর্ষ পালনের উৎসবে খুব বেশি মানুষের আনাগোনা যেন মাচুপিচুতে না হয়৷

মাচুপিচুতে প্রতিদিন প্রায় আঠার'শ পর্যটক বেড়াতে আসে৷ মাচুপিচু অর্থ হল ‘পুরানো চূড়া'৷ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার চারশো মিটার উচ্চতায় অবস্থিত ইনকা নগরী মাচুপিচু৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন