1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাজ ভাঙা শিল্পের জন্য নীতিমালা

২৭ এপ্রিল ২০১১

বাংলাদেশ সরকার জাহাজ ভাঙা শিল্পের জন্য সুষ্ঠু নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে৷ শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ইসরাফিল আলম এমপি ডয়চে ভেলেকে এ তথ্য জানিয়েছেন৷

https://p.dw.com/p/114xS
জাহাজ ভাঙ্গা চলছেছবি: Eric Pawlitzky

এতদিন জাহাজ ভাঙার এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা না করায় কোন নিয়ম নীতির বালাই ছিলনা৷ কিন্তু এখন মালিক-শ্রমিক সবাইকে নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে৷ চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প এলাকা পরিদর্শন করে ঢাকায় এসে ইসরাফিল আলম এমপি জানান, চট্টগামে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে ১১৩টি জাহাজ ভাঙা শিল্প থাকলেও অনুমোদন রয়েছে হাতে গোনা কয়কটির৷ এই অবস্থার অবসান ঘটাতে হবে৷ অনুমোদনহীন কোন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে পারবেনা৷

Schiffswrack in Chittagong Flash-Galerie
জাহাজ ভাঙ্গার কাজে অনেক শ্রমিক মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নেনছবি: AP

তিনি বলেন, এশিল্পে শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন, স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি রয়েছে৷ কিন্তু কাজ করতে গিয়ে কেউ নিহত হলে ক্ষতিপুরণ দেয়া হয় মাত্র এক লাখ টাকা৷ যা কোনভাবেই মেনে নেয়া যায়না৷ তিনি বলেন, তারা একটি পরিপূর্ণ নীতিমালা তৈরি করছেন৷ যাতে শ্রমিকদের বেতন, ভাতা এবং স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে৷

ইসরাফিল আলম আরো জানান, এই খাতকে সরকার শিল্প হিসেবে ঘোষণা করেছে৷ তাই জাহাজ ভাঙা শিল্পে শিল্প আইন কার্যকর হবে৷ তবে তিনি দাবি করেন, এরিমধ্যে আগের চেয়ে এই শিল্পের পরিবেশ কিছুটা উন্নত হয়েছে৷ মালিকরা শ্রমিকদের জন্য ওই এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য