1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগল স্ট্রিট ভিউ জার্মানিতে বৈধ: আদালত

২৩ মার্চ ২০১১

‘গুগল স্ট্রিট ভিউ’ নামক সেবা নিয়ে জার্মানিতে চলছিল বিতর্ক৷ সেই বিতর্ক গিয়ে পৌঁছেছিল আদালতে৷ বার্লিনের সেই আদালত এবার এবিষয়ে রায় দিয়েছেন৷ সেই রায়ে বলা হয়েছে, জার্মানিতে এই সেবা বৈধ৷

https://p.dw.com/p/10g9j
ছবি: picture alliance/dpa

আদালতের এই রায়ের পর বিতর্ক থেমে যাবে বলে মনে করা হলেও, তা কিন্তু হচ্ছে না৷ কম্পিউটারে ভার্চুয়াল সফরের দারুণ এক সুযোগ এই সেবা৷ গুগল স্ট্রিট ভিউ এর মাধ্যমে আপনি যে কোন সময় কাঙ্খিত স্থানটি ভ্রমণ করে আসতে পারেন৷ কম্পিউটারে ত্রিমাত্রিক ঢঙে এমন ভাবে এই সেবা তৈরি করা হয়েছে, যাতে মনে হবে আপনি সত্যি সত্যিই সেখানে ঘুরে বেড়াচ্ছেন৷ কিন্তু এই সেবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে – এমন অভিযোগ অনেকের৷ বিশেষ করে গত গ্রীষ্মে জার্মানিতে এই সেবা চালু করা হচ্ছে বলে ঘোষণা দেবার পরই শুরু হয় বিতর্ক৷ আদালতের মামলা ঠুকে দেন এক নারী৷ তিনি তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনেন৷ বিশেষ করে যখন গুগল ঐ ছবি তুলেছিল, ঐ ছবিতে নাকি তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের দেখা গেছে৷ শুরু হয় বিচার৷

NO FLASH Google Street View Kamera Datenschutz Überwachung
ছবি: picture alliance / dpa

এরই মাঝে গুগল বলে দেয়, যদি কেউ তার বাড়ির ছবিটি এই সেবায় দেখাতে না চান তাহলে তাঁকেই সেই আপত্তির কথা জানাতে হবে গুগলের কাছে৷ কিন্তু জার্মান সরকারের একজন মন্ত্রী তখন প্রশ্ন তোলেন, ঐ ব্যক্তি কেন গুগলের কাছে যাবে? গুগলকেই আসতে হবে ঐ ব্যক্তির কাছে৷ এর মানে এই দাঁড়ায় যে প্রতিটি বাড়িওয়ালার কাছে যেতে হবে গুগলকে৷

যাহোক নানা আলোচনা৷ নানা বিতর্ক৷ আইনের নানা ধারা-উপধারা পর্যবেক্ষণ শেষে সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার রায়টি দিয়েছে৷ যেখানে তারা বলেছে, গুগলের এই সেবা জার্মানিতে আইনগত ভাবেই বৈধ৷ আর ছবি তোলার বিষয়ে আদালতের মত হচ্ছে, রাস্তায় থেকেই এই ছবি তোলা হয়েছে৷ আর গুগল যেহেতু ছবিতে থাকা কারও মুখ দেখায় না, ঝাপসা করে দেয়, তাই এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই৷ তবে কোন কোন আইন বিশেষজ্ঞ বলছেন, এই রায়ের পর যদি মনে করা হয়, এ নিয়ে বিতর্ক থেমে যাবে, তাহলে ভুল করা হবে৷ এখন দেখার বিষয় নতুন করে কোন বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন