1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ষাঁড়ের সঙ্গে দৌড়ানোর উত্সবে যুবক নিহত পাম্পলোনায়

১১ জুলাই ২০০৯

স্পেনের পাম্পলোনা শহরে ষাঁড়ের দৌড়ের উত্সবে মজা করতে গিয়ে নির্মম মৃত্যু হল এক যুবকের৷ আহত আরও চারজন৷ প্রশ্ন উঠেছে এই বিপদজনক উত্সবের নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে৷

https://p.dw.com/p/IlS1
স্পেনের ষাঁড় দৌড়ের নির্মমতায় মর্মাহত অনেকেই (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

প্রতি বছরেই ষাঁড়ের দৌড়ের বাত্সরিক উত্সবে দুই চারজন করে আহত হয় স্পেনের পাম্পলোনা শহরে৷ কিন্তু এই উত্সবে যোগ দিতে গিয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটল বেশ কয়েক বছর পর আবারও৷ এই নিয়ে মোট পনেরোজনের মৃত্যু হল এই বিপদজনক খেলায় জানাচ্ছে সংবাদসংস্থা৷ শেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল ১৯৯৫ সালে, তারপর এই ২০০৯-এ৷

উত্সবটা যথেষ্ট হৈচৈ ভরা৷ চলে জুলাই মাসের গোড়ায় টানা এক সপ্তাহ ধরে৷ সারারাত পানভোজনের পর সকালবেলায় তাগড়া চেহারার ষাঁড়দের ক্ষেপিয়ে দিয়ে তাদের আগে পরে দৌড়৷ এরপর সেই ষাঁড়দের লড়াইয়ের অ্যারিনার মধ্যে টেনে এনে সেখানে ম্যাটাডোরের লড়াই৷ এই হচ্ছে মোটের ওপর উত্সবের চেহারা৷ প্রখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে তাঁর দ্য সান অলসো রাইজেস উপন্যাসে পাম্পলোনার এই ষাঁড়ের দৌড়ের কথা বিস্তারিত ভাবে লেখার পর এই উত্সব এক অন্য মাত্রাও পেয়ে গেছে বহুদিন যাবৎ৷ ১৯১১ সাল থেকে চলে আসছে ষাঁড় আর মানুষের মধ্যে শক্তি পরীক্ষার এই বিপদজনক লড়াই আর অ্যাডভেঞ্চারের উত্সব৷ শুধুমাত্র স্পেনের মানুষরাই নয়, এই জনপ্রিয় উত্সবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার বিলাসীরা প্রতি বছর পাম্পলোনায় এসে জড়ো হন৷

কিন্তু এ বছর পাম্পলোনার এই পরিচিত উত্সবে মৃত্যুর করাল ছায়াপাত ঘটে গেল শুক্রবার৷ সকালবেলায় যথারীতি পাম্পলোনার পথে উন্মত্ত ষাঁড়দের সামনে পিছনে দৌড়বাজরা যখন দৌড়াচ্ছে, তখন সাতাশ বছরের এক দৌড়বাজ যুবক ড্যানিয়েল জিমেনোকে নিজের শিং-এর পাল্লায় ধরাশায়ী করে ফেলে একটি উন্মত্ত ষাঁড়৷ মুহূর্তের মধ্যে ঘটে যায় প্রাণঘাতী ঘটনা৷ প্রায় পাঁচশো পাউন্ড ওজনের সেই তাগড়া ষাঁড়ের হামলায় ঘাড় ভেঙে যায় যুবকটির৷ তার হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যায় ষাঁড়ের শিং৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় ড্যানিয়েল৷ শুধু ড্যানিয়েলই নয়, শুক্রবার দিনটা দৌড়বাজদের পক্ষে তেমন আনন্দের ছিল না কারণ, আরও চছয়জন দৌড়বাজ আহত হন পাগলা ষাঁড়ের হামলায়৷ তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ সঙ্গিন৷

Pamplona Stierkampf Stier Hatz Flash-Galerie
পাম্পলোনায় ষাঁড় দৌড়ের নামে নির্মমতার বিরুদ্ধে প্রচারাভিযানছবি: AP

যে ষাঁড়টি ড্যানিয়েলকে খুন করেছে, তাকে শুক্রবার বিকালেই লড়াইয়ের ময়দানে হত্যা করেছেন এক ম্যাটাডোর৷কিন্তু ঘটনা এখানেই শেষ হল বলে মনে করছেন না অনেকেই৷ পাম্পলোনার বহু পুরানো উত্সবের নিরাপত্তার দিকটি নিয়ে এর আগেও যে কথা ওঠে নি তা নয়৷ কিন্তু, স্পেনের সংস্কৃতির মধ্যেই যে ম্যাটাডোরের লড়াই বা ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াইয়ের ব্যাপার রয়েছে বহু শতাব্দ ধরে এবং এই উত্সব যেহেতু তারই অঙ্গবিশেষ, অতএব এ নিয়ে তেমন কোন জোরালো তর্ক এতদিন ওঠেনি৷ কিন্তু, কয়েক বছর পর ড্যানিয়েল জিমেনোর মৃত্যু এবং সেইসঙ্গে আরও চছয়জনের আহত হওয়ার ঘটনার পর এবার হয়তো এই পশু আর মানুষের শক্তি পরীক্ষার বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে প্রশাসনকে৷ খতিয়ে দেখতে হবে নিরাপত্তার কোন বিশেষ আয়োজন করা যায় কিনা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই