1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিচার হবেই’

৭ মার্চ ২০১২

ঐতিহাসিক ৭ই মার্চের গণব়্যালি পূর্ব সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হবেই৷ কোনো আন্দোলন বা সংগ্রাম করে তাদের বিচার ঠেকানো যাবেনা৷

https://p.dw.com/p/14GRT
ছবি: dapd

১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহারোওয়ার্দি উদ্যান থকেই তাঁর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার মন্ত্রে জাতিকে উজ্জীবিত করেছিলেন৷ ২৬শে মার্চ থেকে শুরু হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম৷ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর, একাত্তরের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়৷ আর স্বাধীনতার ৪০ বছর পর ৭ই মার্চে সেই সোহারোওয়ার্দি উদ্যান থেকেই গণব়্যালির সূচনা করে আওয়ামী লীগসহ ১৪ দল৷ বুধবার বিকেলে গণব়্যালি পূর্ব সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার হবেই৷ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নামে তাদের যতোই রক্ষা করার চেষ্টা করুননা কেন, সফল হবেন না৷ তিনি অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই আন্দোলনের নামে মাঠে নেমেছেন৷

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দাবিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল৷ কারণ বিএনপি ক্ষমতায় থেকে ভোট চুরি করেছিল৷ আর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যতোগুলো নির্বাচন করেছে, সেই সব নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারো ফিরে এলে খালেদা জিয়া এবং তাঁর ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন৷

গণব়্যালিটি সোহারোওয়ার্দি উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়৷ আর এই গণব়্যালিকে সামনে রেখে দুপুরের পর থেকেই মানুষের ঢল নামে সোহারোওয়ার্দি উদ্যান এলাকায়৷ এদিকে, সকালে ঐতিহাসিক ৭ই মার্চে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য