1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেলানিয়া ট্রাম্পের বক্তব্যে মিশেল ওবামার বক্তব্য!

১৯ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রে চলছে রিপাবলিকান দলের সম্মেলন৷ সোমবার প্রথম দিনে অনেক রাজনীতিক বক্তব্য রেখেছেন৷ তবে সব ছাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেয়া বক্তব্য বেশি আলোচিত হচ্ছে৷

https://p.dw.com/p/1JRKN
Melania Trumps Rede auf der Republican National Convention in Cleveland
ছবি: Getty Images/Alex Wong

মূলত তাঁর দেয়া বক্তব্যের কিছু অংশের সঙ্গে ২০০৮ সালে দেয়া বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন অনেকে৷ যেমন মেলানিয়া ট্রাম্প বলেছেন, ‘‘আমার মা-বাবা আমাকে এই মূল্যবোধগুলো শিখিয়েছেন: তুমি জীবনে যা চাইবে তার জন্য পরিশ্রম করবে৷ তোমার বলা কথাই তোমার অঙ্গীকার এবং তুমি তাই করবে যা তুমি বলবে এবং তুমি তোমার দেয়া অঙ্গীকার রক্ষা করবে৷ তুমি মানুষকে সম্মান করবে৷....এ সব শিক্ষা আমি আমার ছেলেদেরও দিচ্ছি৷'' এই শিক্ষাগুলো আগামী কয়েক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷

মেলানিয়ার বক্তব্যের এই অংশের সঙ্গে মিশেল ওবামার বক্তব্যের মিলের বিষয়টি প্রমাণে একটি টুইট করেছে সিএনএন৷

এই টুইটে মিশেল ওবামা আর মেলানিয়া ট্রাম্পের বক্তব্যের মিলের অংশটি শোনা যাচ্ছে৷

গণমাধ্যমে এই তথ্য প্রকাশের পর টুইটারে #FamousMelianaTrumpQuotes ব্যবহার করে ব্যঙ্গ করতে দেখা গেছে অনেককে৷ এই প্রতিবেদন লেখার সময় হ্যাশট্যাগটি প্রায় তিন লক্ষবার ব্যবহৃত হয়েছে৷

এদিকে, মেলানিয়ার বক্তব্যের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ট্রাম্প ক্যাম্পেইন৷ সেখানে মিশেল ওবামার বক্তব্যের সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়নি৷

রিপাবলিকান কনভেনশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷ এই সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক সমর্থন জানানো হবে৷

কনভেনশনের প্রথম দিন আরও অনেকের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি৷ এই সময় তিনি হিলারি ক্লিন্টনের সমালোচনা করে বলেন, ‘‘হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনের ভিত্তি হচ্ছে তাঁর অভিজ্ঞতা৷ এই অভিজ্ঞতার কারণেই তাঁর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া উচিত হবে না৷ ওবামা-ক্লিন্টন যুগের মতো ভুল পুনরায় করার মতো সময় নেই আমাদের৷''

জুলিয়ানির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি টুইট করেছেন হিলারি ক্লিন্টন৷ এতে দেখা যাচ্ছে, ২০১০ সালে হিলারি সম্পর্কে জুলিয়ানি বলেছিলেন, ‘‘আমার মনে হয় তিনি (হিলারি) ভালো কাজ করছেন....তাঁর প্রতি আমার যথেষ্ট সম্মান আছে৷''

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য