1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মাদক কলঙ্কে বিবার

২৬ এপ্রিল ২০১৩

মাত্র ১৯ বছর বয়সেই তিনি সুপারস্টার৷যেখানেই তাঁর কনসার্টে সেখানেই হাজারো ভক্তের ভিড়৷ জাস্টিন বিবারের লাখো ভক্তকে এবার শুনতে হলো খানিকটা লজ্জা পাবার মতো খবর৷ মাদক পাওয়া গেছে ক্যানাডিয়ান এই হার্টথ্রবের কাছে!

https://p.dw.com/p/18NeL
ছবি: dapd

তিন দিনের সফরে সুইডেন এসেছিলেন ১৯ বছর বয়সি জাস্টিন বিবার৷ বুধবার ছিল সফরের শেষ দিন৷ সন্ধ্যায় স্টকহোমের গ্লোবেন এলাকায় তখন সফরের শেষ কনসার্টে গাইছেন বিবার৷ ওদিকে যে বাসে তিনি এসেছিলেন সেটাতে তল্লাশি চলছে৷ বিবার বাসে ওঠার সময়ই নাকি গাঁজার গন্ধ পেয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা৷ সে কারণেই সন্দেহ এবং তারপর নির্ঝঞ্ঝাট পরিবেশে ভালো করে তল্লাশি৷ তল্লাশির এক পর্যায়ে পাওয়া যায় মাদক৷ পরিমাণে বেশি নয়, তবু নিষিদ্ধ মাদক বলে কথা, পাওয়ার পরপরই তা পরীক্ষাগারে পাঠিয়ে দিয়েছে পুলিশ৷ বার্তা সংস্থা ডিপিএ অবশ্য আরেকটি তথ্যও দিয়েছে৷ তাদের খবর অনুযায়ী, গাঁজার সঙ্গে একটি স্টান গান, অর্থাৎ কাউকে শারীরিকভাবে আহত না করে নিষ্ক্রিয় করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় তা-ও নাকি পাওয়া গেছে৷

November 2011. The Bambis are the main German media awards and are presented for the 63rd time. Photo: Michael Kappeler dpa/lhe
বিবার জানালেন, সবই গুজবছবি: picture-alliance/dpa

কিন্তু পুলিশ সরাসরি বলেনি যে, জাস্টিন বিবারের কাছে নিষিদ্ধ কিছু পাওয়া গেছে৷ বলার উপায়ও নেই, কেননা, তল্লাশির সময় সংগীত এবং অভিনয় জগতের তারকা সেখানে ছিলেন না৷ জাস্টিন বিবারও সংবাদ মাধ্যমে আসা খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন৷ হেলসিঙ্কি থেকে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘আমাকে নিয়ে আরেকটি গুজব৷ লোকজন কোথায় এসব পায়! যা-ই হোক, আমি সংগীতে ফিরে যাচ্ছি৷'' ভক্তকুলও নিশ্চয়ই তা-ই চান৷ জাস্টিন বিবারের ভক্ত কতজন তা হিসেব করে বলা কঠিন৷ তবে শুধু টুইটারেই তাঁর অনুসারী ৩ কোটি ৮০ লক্ষ!

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য