1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য সংকটের কারণে দুশ্চিন্তায় ইউক্রেন

১৯ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও হামাসের সংঘাতের জের ধরে ইউরোপ ও অ্যামেরিকার মনোযোগ ও সহায়তা নিয়ে ইউক্রেনে অনিশ্চয়তা দেখা যাচ্ছে৷ ফ্রান্সের প্রেসি়ডেন্ট মাক্রোঁ অবশ্য জেলেনস্কির সংশয় দূর করার চেষ্টা করলেন৷

https://p.dw.com/p/4XjZJ
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর সময় ইউক্রেনেও চলছে যুদ্ধ৷ রাশিয়ার হামলায় বিধ্বস্ত এক ভবনে চলছে উদ্ধার তৎপরতা
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর সময় ইউক্রেনেও চলছে যুদ্ধ৷ রাশিয়ার হামলায় বিধ্বস্ত এক ভবনে চলছে উদ্ধার তৎপরতাছবি: REUTERS

গত প্রায় দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য সংকট সংবাদের শিরোনাম দখল করায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে খবর ও আগ্রহে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে৷ অথচ রাশিয়ার বিরুদ্ধে সংগ্রামে পশ্চিমা বিশ্বের লাগাতার সাহায্য ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি৷ বিশেষ করে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহে বিঘ্ন ঘটলে যুদ্ধক্ষেত্রে দুর্বলতা অনিবার্য৷ সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাই কিছুটা উদ্বিগ্ন৷ বুধবার এক টেলিফোন সংলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ তাঁকে অবশ্য আশ্বাস দিয়ে বলেছেন, ফ্রান্স তথা ইউরোপের তরফ থেকে ইউক্রেনের প্রতি অঙ্গীকার খর্ব করা হবে না৷ তার মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে সংকট নিয়ে ব্যস্ততা সত্ত্বেও ইউক্রেনের থেকে নজর সরে যাবে না৷

আসন্ন শীতকালে রাশিয়া গত বছরের মতো ইউক্রেনের অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর আকাশপথে হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র ও বণ্টনের অবকাঠামোর উপর আক্রমণের ফলে অনেক মানুষকে শীতের মধ্যেও কষ্টে থাকতে হয়েছে৷ এবারও সে রকম হামলা হলে তার আগে ইউক্রেনের সামরিক ক্ষমতা যতটা সম্ভব বাড়ানো প্রয়োজন বলে জেলেনস্কি ও মাক্রোঁ মনে করেন৷

ইউক্রেনের সামরিক ক্ষমতা নিয়ে বিদ্রুপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ তাঁর মতে, মার্কিন প্রশাসন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ফলে আখেরে ইউক্রেনের যন্ত্রণা দীর্ঘায়িত হবে৷ বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে পুটিন বলেন, কিয়েভকে এটিএসিএমএস মিসাইল সরবরাহ করে ওয়াশিংটন ভুল করেছে৷ কিন্তু যুদ্ধক্ষেত্রে এর ফলে কোনো পরিবর্তন হবে না বলে তিনি দাবি করেন৷ উল্লেখ্য, বুধবারই রুশ কর্মকর্তারা অধিকৃত বেরডিয়ানস্ক শহরে সেই মিসাইলের হামলার অভিযোগ করেছেন৷ প্রেসিডেন্ট জেলেনস্কি সগর্বে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগের কথা জানিয়ে ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তবে কবে ও কোথায় সেটি নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানান নি৷ উল্লেখ্য, ইউক্রেনের উপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে৷ একাধিক শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের খবর পাওয়া যাচ্ছে৷

মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমা জগতের ব্যস্ততা রাশিয়ার প্রেসিডেন্টের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করছে বলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন৷ শুধু ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমার সম্ভাবনাই নয়, ইউক্রেনে রাশিয়ার ‘কুকীর্তি' অনেকটা ঢাকা পড়ে যাবে বলে রুশ নেতৃত্ব মনে করতে পারে৷ সে ক্ষেত্রে ইউক্রেনের উপর হামলার মাত্রা আরো বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)