1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্রমণ ছাড়াই বিশ্ব দেখা - ওবারহাউজেনের প্রদর্শনী ‘যাদুকরি স্থান’

১৭ মে ২০১১

মিশরের পিরামিড, কোলনের ক্যাথিড্রাল, ভারতের তাজমহল, অ্যামেরিকার স্ট্যাচু অব লিবার্টি - এই সব দর্শনীয় বস্তুগুলির মধ্যে দূরত্ব কম নয়৷ কিন্তু এসব একই জায়গায় দেখার সৌভাগ্য হবে জার্মানির ওবারহাউজেন শহরের এক প্রদর্শনীতে৷

https://p.dw.com/p/11HVe
মানুষের সব সৃষ্টিরই প্রণোদনা প্রকৃতি থেকে পাওয়াছবি: picture alliance

বসন্তের রৌদ্রোজ্জ্বল এক দিন৷ জার্মানিরওবারহাউজেন শহরের গাসোমিটারের এর ভেতরটা ঠাণ্ডা ও অন্ধকারাচ্ছন্ন৷ গাসোমিটার অর্থাৎ এক সময়ের লোপ্রেশার গ্যাস ট্যাংক'এর গোলাকার উঁচু ভবনটিতে প্রায়ই নানা ধরনের প্রদর্শনী হয়৷ এখন চলছে ‘ম্যাজিক প্ল্যেসেস' বা ‘যাদুকরি স্থান' নামে এক আকর্ষণীয় প্রদর্শনী৷ ১১৭ মিটার উঁচু প্রদর্শনী হলে দর্শকদের নিতান্তই অসহায় ও ক্ষুদ্র মনে হবে৷ প্রকৃতির শক্তি ও সৌন্দর্য প্রদর্শনের যেন সঠিক স্থান এটি৷ বিশ্বখ্যাত আলোকচিত্রের আর্কাইভ থেকে আনা সুনামির ভয়ংকর তরঙ্গ, উত্তপ্ত লাভার আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে৷ রয়েছে বিশ্বের নামি যাদুঘর থেকে সংগ্রহ করা রকমারি সামগ্রী ও ভাস্কর্য, যেমন মিশরের রানি নেফেরতিতির আবক্ষ মূর্তির কপি ইত্যাদি৷

গাসোমিটারের ব্যবস্থাপনা পরিচালক জানেট শ্মিটজ বলেন, ‘‘নীচের তলায় প্রকৃতির বিস্ময়কর সৃষ্টিকর্মগুলিকে উপভোগ করতে পারবেন দর্শকরা৷ এখানে তুলে ধরা হয়েছে প্রকৃতির বিশাল শক্তিকে, সৌন্দর্যকে৷ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জল ও বায়ু দ্বারা সৃষ্টি হয়েছে যেসব৷ ওপরের তলায় বিষয়ভিত্তিক প্রদর্শনী গড়ে তোলা হয়েছে৷ প্রাচীন কালের সপ্তাশ্চর্য থেকে শুরু করে বিশ্বের আকর্ষণীয় স্থাপনাগুলি শোভা পাচ্ছে সেখানে৷''

Köln
কোলনের ক্যাথিড্রালছবি: Fotolia/etfoto

সানফ্র্যানসিসকোর গোল্ডেন গেট, প্যারিসের আইফেল টাওয়ার, রোমের প্রাচীন থিয়েটার ভবন কলোসেয়াম, চীনের প্রাচীর - নির্মাণশিল্পের এই কীর্তিগুলোর পরিচয় মিলবে ‘আকাশকে ছোঁয়া' নামের আড়ালে ৷ অন্যদিকে নিয়ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি এবং কলোসাস অফ রোহডস রাখা হয়েছে ‘মানুষের আত্মমহিমা প্রচার' নামের প্রদর্শনীতে৷

বেশিরভাগ স্থাপনাই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্লড হেরিটেজের অন্তর্ভুক্ত৷ প্রকৃতির নিজস্ব গতিতে তৈরি বিস্ময়কর শিল্পকলাগুলি অবশ্য অনেকটাই অপরিচিত৷ প্রকৃতিসৃষ্ট শিল্পগুলিকে বিশ্বখ্যাত স্থাপনার পাশাপাশি সমমর্যাদায় তুলে ধরাটা এই প্রদর্শনীর এক বিশেষ লক্ষ্য৷ বলেন প্রদর্শনীর পরিচালক পেটার পাশনিকে৷ তাঁর ভাষায়, ‘‘প্রত্যেক দর্শকেরই এই সব স্থান সম্পর্কে নিজস্ব ধারণা ও জ্ঞান রয়েছে৷ ছবিগুলো হল জানালা৷ ভাল করে নিরীক্ষণ করলে তাঁরা দেখতে পাবেন এই জানালা ও স্থানগুলির মধ্যে যেন একটা যোগসূত্র রয়েছে৷''

মানুষের সব সৃষ্টিরই প্রণোদনা প্রকৃতি থেকে পাওয়া৷ যেমন পিরামিডগুলো পাহাড়ের মত দেখতে৷ ক্যাথিড্রালের চূড়াকে মনে হতে পারে মাথা তুলে দাঁড়ানো বৃক্ষের মত৷

এই প্রদর্শনী ‘যাদুকরি স্থান' গাসোমিটারকে যেন প্রকৃতির ক্যাথিড্রালে পরিণত করেছে৷ নীচ তলা থেকে ওপরের ছাদ পর্যন্ত শোভা পাচ্ছে ৪৩ মিটার দীর্ঘ একটি বৃক্ষের ভাস্কর্য৷ এটি যেন গাসোমেটার ভবনটিকেই এক যাদুকরি স্থানে পরিণত করেছে৷ মনে করেন এই শিল্পকর্মের স্রষ্টা ভল্ফগাং ফলস৷ শক্ত শেকড়, পাতলা দেহ, মুকুটের মত চূড়াধারী এই বৃক্ষটির এক বিশেষ ভূমিকা রয়েছে প্রদর্শনীতে৷ ভল্ফগাংএর ভাষায়, ‘‘সংগীত ও আলোর ঐকতান চলে ১৫ মিনিট ধরে৷ মনে হয় যেন অনেকটা রেইন ফরেস্টে একটি দিন৷''

তবে প্রদর্শনীর ছবি ও সামগ্রীগুলির সৌন্দর্যের পেছনে রয়েছে বেদনাদায়ক চিন্তা ভাবনাও৷ জানান পেটার পাশনিকে৷ মানুষের সৃষ্টিকর্ম অনেকটা যেন প্রকৃতির সৃষ্টির মতই৷ যেখানে শক্তি ও সহিংসতা জড়িত৷ প্রদর্শনীর কিছু নিদর্শন সেই ধারণাই দেয়৷ একটি ভস্মে ঢাকা হাতঘড়ি এবং পাঁচটি গলে যাওয়া কাঁচের বল৷ এগুলো জাপানের বোমায় বিদ্ধস্ত শহর হিরোশিমার বাচ্চাদের৷

উল্লেখ্য, এবছরের শেষ নাগাদ পর্যন্ত চলবে এই অভিনব প্রদর্শনীটি৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক