1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহী নজরুলের প্রেমগীত রচনা

২৯ মে ২০১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী পালিত হলো শুক্রবার৷ একই সঙ্গে কবির ‘বিদ্রোহী' কবিতা রচনারও ৯০ বছর পালন করা হচ্ছে এ বছর৷ এ ধরণের কবিতা লেখায় নজরুল পরিচিতি পেয়েছেন ‘বিদ্রোহী কবি' হিসেবে৷

https://p.dw.com/p/153gs
ছবি: Fotolia/zorana

কিন্তু তাঁকে শুধু এই নামে ডাকলে নজরুলের প্রতি যেন এক ধরণের অনাচার করা হয়৷ কেননা প্রেম নিয়ে তাঁর রয়েছে অসাধারণ সব কবিতা আর গান৷ ‌এমনকি ‘বিদ্রোহী' কবিতাতেও তিনি প্রেমের কথা উল্লেখ করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলছেন, বিদ্রোহী কবিতায় একইসঙ্গে বিদ্রোহী ও প্রেমিক নজরুলকে পাওয়া যায়৷ তিনি বলেন, ‘‘মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য....কবিতার এই লাইনের মধ্য দিয়ে বোঝা যায় যে, কবি তাঁর প্রেমকে, প্রেয়সীকেও উপেক্ষা করেন নি৷''

kazi nazrul islam.jpg
ছবি: Harun Ur Rashid Swapan

তবে প্রেমিক নজরুলের আসল পরিচয় পাওয়া যায় তাঁর রচিত গানগুলিতে৷ প্রেম-বিরহ, ব্যর্থতা, আশা, নিরাশার অনুভূতি প্রকাশে নজরুলের কোনো জুড়ি ছিল না৷ তাঁর প্রেমসংগীতগুলোর বাণী ও সুর এককথায় অনবদ্য৷

নজরুল তাঁর জীবনে তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন৷ এর মধ্যে রয়েছে ভক্তিমূলক গান, প্রকৃতি বন্দনা ও দেশাত্মবোধক গান; রয়েছে রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সংগীত, রণ সংগীত ইত্যাদি৷ নজরুল রচিত প্রণয়গীতিগুলো সে যুগে যেমন তেমনি এখনও আজকালকার তরুণ-তরুণীদের হৃদয়ে ঢেউ তোলে৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ