1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ১৪৪ ধারা

১৯ ডিসেম্বর ২০১৯

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে দেশজুড়ে৷ এদিকে দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷

https://p.dw.com/p/3V3yR
Indien Protest in Neu Delhi
ছবি: DW/S. Ghosh

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ভারতের ১৯ টি বামদল৷ দিল্লি থেকে ডয়চে ভেলের প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন সকাল থেকেই বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে৷ বাম দলের কর্মীদের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষও৷ ব্যাঙ্গালুরুতে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ মহাত্মা গান্ধীর পোস্টার নিয়ে বিক্ষোভে অংশ নেন৷ এসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

দিল্লিতে বিক্ষোভ

অন্যদিকে রাজধানী নতুন দিল্লিতে লালকেল্লার সামনে বিশিষ্টজনদের পাশাপাশি সকালে রাস্তায় নেমে এসেছেন জামিয়া মিলিয়া, দিল্লি ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ কিন্তু পুলিশ তাদেরকে ১৪৪ ধারা জারির কথা জানিয়ে বাধা দেয়৷ এসময় গোটা এলাকা ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ৷

এখন পর্যন্ত ১৪ টি বাস থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে৷ তারপরও বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন লালাকেল্লার সামনে৷ পরিস্থিতি সামাল দিতে দিল্লির ১৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন বিকাল ৫ টা পর্যন্ত তারা কর্মসূচি পালনের চেষ্টা করবেন৷ 

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান