1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অশান্ত বিশ্ববিদ্যালয়

১৬ জুলাই ২০১২

বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় যখন শিক্ষকদের আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে, তখন আরেকটি বিশ্ববিদ্যালয়ে দু’গ্রুপ ছাত্রের মধ্যে সংঘর্ষে একজন ছাত্র নিহত হয়েছে৷ সব মিলিয়ে শিক্ষাঙ্গণ নানা কারণে উত্তপ্ত হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/15YRR
ছবি: AP

বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম ও উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের অপসারণের দাবিতে শিক্ষক-ছাত্র এবং কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন বুধবার থেকে৷ আজ থেকে তারা এর সঙ্গে ২ ঘণ্টা করে প্রতীকি অনশন কর্মসূচি পালন শুরু করছেন৷ অনিয়ম, দুর্নীতি এবং স্বজন প্রীতির অভিযোগে তাদের এই আন্দোলন৷ এই অবস্থায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ দুপুরে বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠক শেষে তিনি বলেন, পুরো বিষয়টি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে জানান হবে৷ তাঁরাই সিদ্ধান্ত নেবেন৷

তবে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণ ছাড়া এই সমস্যার সমাধান হবেনা৷ আর উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান পদত্যাগ না করার ব্যাপারে এখনো অনড় রয়েছেন৷ উপাচার্য বলেন, রাষ্ট্রপতি চাইলে সহসাই এই সমস্যার সমাধান হবে৷

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চলছে অচলাবস্থা৷ একমাস আগে শিক্ষকদের আন্দোলনের মুখে উপাচার্য পদত্যাগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়৷ তিনি ২০শে জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করায় তার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও ধর্মঘটসহ আন্দোলনে নেমেছেন শিক্ষকদের একাংশ৷ তাদের দাবি, সিনেট, সিন্ডিকেট ও ছাত্র সংসদের নির্বাচন একই সঙ্গে হতে হবে৷ তবে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০ শে জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছেন৷

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে শাসক দলের ছাত্র সংগঠনের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমাজ বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র সোহেল রানা৷ আজ সকালে তাকে ঢাকায় নিয়ে আসার পর দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে৷ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য