1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাশবিক হামলায় নিহতদের স্মরণে নরওয়েবাসীদের এক মিনিট নীরবতা

২৫ জুলাই ২০১১

শুক্রবারের জোড়া হামলায় নিহতদের স্মরণ করতে গোটা নরওয়ের মানুষ এক মিনিট নীরবতা পালন করেছে৷ রাজধানী অসলোর ক্যাথিড্রালের সামনে জমে উঠেছে পুষ্পস্তবকের পাহাড়৷ হামলাকারীকে আজ সোমবারে অসলোর আদালতে উপস্থিত করা হচ্ছে৷

https://p.dw.com/p/122t2
গোটা দেশ শোকে মুহ্যমানছবি: dapd

পুলিশ নিহতদের সংশোধিত সংখ্যা দিতে গিয়ে জানিয়েছেন যে, গত শুক্রবার জোড়া হামলায় ৭৬ জন প্রাণ হারান৷ প্রসিকিউটাররা চান, শুনানির সময় বাইরের কেউ এবং সাংবাদিকদের কেউ যেন না থাকে৷ ৩২ বছর বয়সি ব্রেইভিকের বিরুদ্ধে শুক্রবারে অসলোতে জোড়া হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে৷ ঐ দিন ওসলোর সরকারি প্রশাসনিক এলাকায় বোমা হামলায় অন্তত ৮ জন প্রাণ হারায়, আর কাছাকাছি উটোয়য়া দ্বীপে গুলি বর্ষণে প্রাণ হারায় অন্তত ৬৮ জন৷ হামলার কয়েক ঘন্টা আগে ইন্টারনেটে প্রায় ১৫'শ পাতার একটি ঘোষণাপত্র ছাড়ে ব্রেইভিক৷ ঘোষণাপত্রে তার উগ্র দক্ষিণপন্থি ভাবনা, সমাজিক গণতন্ত্রী, বামপন্থি, বিদেশি ও মুসলিম বিরোধী ধ্যানধারণার প্রকাশ ঘটেছে৷

NO FLASH Norwegen nach den Anschlägen in Oslo und Utøya
নিহতদের স্মৃতিতে নানা চিহ্নছবি: dapd

নরওয়ের সরকারী আইনজীবীরা গত সপ্তাহের হামলার জন্যে সন্দেহভাজনকে বিশেষ অতিরিক্ত সময় ৮ সপ্তাহের জন্যে আটক রাখার প্রার্থনা জানাবেন সোমবারে৷ আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আইনজীবী ক্রিস্টিয়ান হাটলো অ্যান্ডার্স বেরিং ব্রেইভিককে আট সপ্তাহ আটক রাখার আবেদন জানাচ্ছেন আদালতে৷'' বিবৃতিতে আরো বলা হয়, রুদ্ধদ্বার শুনানির জন্যেও আইনজীবী আবেদন জানিয়েছেন৷ সেই আবেদন মেনে নিয়েছেন আদালত কর্তৃপক্ষ৷

NO FLASH Norwegen nach den Anschlägen in Oslo und Utøya
নিহতদের স্মরণে গির্জায়-গির্জায় মোমবাতিছবি: dapd

নরওয়েতে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখার সর্বোচ্চ মেয়াদ সাধারণত চার সপ্তাহ কিন্তু পুলিশের মুখপাত্র বিওলা জেলাণ্ড বলেছেন, হামলার ঐ ঘটনার প্রকৃতি এতোটাই অস্বাভাবিক যে, এক্ষেত্রে সন্দেহভাজনকে আটক রাখার সময় দ্বিগুন করা যেতে পারে৷ বোমা এবং গুলিবর্ষণের জোড়া হামলায় এখন পর্যন্ত ব্রেইভিকই একমাত্র সন্দেহভাজন৷

ওদিকে সেমবারে এক প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ব্রেইভিক বলেছে, ঐ হামলায় সে সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ডকেও হত্যা করতে চেয়েছিল৷ ব্রেইভিক জানায়, হামলার দিন বিকেলে দ্বীপে বক্তব্য রাখার সময়ে ব্রুন্ডটল্যান্ডকে হত্যা করার ইচ্ছে ছিল তার৷ ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনদফা প্রদানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ব্রুন্ডটল্যান্ড৷

এদিকে অসলোর রাজকীয় আদালত বলছে, ক্রাউন প্রিন্সেস মিটে-ম্যারিটের সৎ ভাইও উটোয়য়া দ্বীপের হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান