1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২ ডিসেম্বর ২০১২

মৌসুমের শুরুতে বায়ার্ন মিউনিখের পিছনেই ছিল শালকে এবং আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ আর বেশ পিছিয়ে ভক্তদের হতাশ করছিল গতবারের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড এবং অন্যতম ফেভারিট বায়ার লেভারকুজেন৷ তবে শনিবার সেই ধারা পাল্টে গেছে৷

https://p.dw.com/p/16uNp
Fußball Bundesliga 15. Spieltag: FC Bayern München - Borussia Dortmund am 01.12.2012 in der Allianz Arena in München (Bayern). Bayerns Javier Martinez (l) im Kampf um den Ball mit Mario Götze aus Dortmund. Foto: Marc Müller/dpa (Achtung: Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z.B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

তারকা গোলরক্ষক রোমান ভাইডেনফেলারের চমৎকার নৈপুণ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সাথে ১-১ গোলে ড্র করেছে ডর্টমুন্ড৷ এই ড্রয়ের ফলে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকলেও ৩৮ পয়েন্ট অর্জনকারী বায়ার্ন মিউনিখের চেয়ে এখনও তারা ১১ পয়েন্ট পিছিয়ে৷ আর শনিবারের অপর খেলায় ন্যুরেমব্যার্গকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বায়ার লেভারকুজেন৷ বাভারিয়ানদের চেয়ে ৮ পয়েন্ট পিছনে রয়েছে লেভারকুজেন৷

বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের সাথে ১-১ গোলে ড্র করে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শালকে৷ আর বেশ নিচের সারির দল ফরটুনা ড্যুসেলডর্ফের কাছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ হানোফারকে ২-১ গোলে হারিয়ে ২৩ পয়েন্টের অধিকারী মাইন্স৷ তাদের অবস্থান ষষ্ঠ সারিতে৷

Fußball 1. Bundesliga 15. Spieltag: FC Schalke 04 - Borussia Mönchengladbach am 01.12.2012 in der VELTINS-Arena in Gelsenkirchen (Nordrhein-Westfalen). Thorben Marx von Borussia Mönchengladbach (l) und Jefferson Farfan vom FC Schalke kämpfen um den Ball. Foto: Kevin Kurek/dpa (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের সাথে ১-১ গোলে ড্র করে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শালকেছবি: picture-alliance/dpa

অবশ্য গত দুই মৌসুমের সেরা দল বোরুসিয়া ডর্টমুন্ড বায়ার্ন মিউনিখের সাথে ড্র করে খুব একটা খুশি হতে পারেনি৷ তাই ডর্টমুন্ডের রক্ষণভাগের খেলোয়াড় মাট হামেলস বললেন, ‘‘এই খেলার ফলাফলে তেমন কিছুই পরিবর্তন ঘটেনি৷ কারণ এখনও আমরা বায়ার্নের চেয়ে ১১ পয়েন্ট আর বায়ার লেভারকুজেনের চেয়ে তিন পয়েন্ট পেছনে রয়েছি৷ আমরা এমন অবস্থানকে আদৌ ভালো বলতে পারি না৷ শীতকালীন বিরতির আগে আসরের প্রথমার্ধে আমরা আরো ছয় পয়েন্ট পেতে চাই এবং তাহলেই আমরা বিরতির পর এসে তাদের ঠিকমতো পিছু নিতে পারবো৷''

হামেলস এমন মন্তব্য করলেও বায়ার্ন মিউনিখ এবং ডর্টমুন্ডের খেলা নিয়ে সন্তুষ্ট উভয় দলের প্রশিক্ষকদ্বয়৷ ডর্টমুন্ডের প্রশিক্ষক ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘‘আমি মনে করি এটি ছিল একটি চমৎকার এবং ভালো মানের খেলা৷ দুই দলই তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করতে৷'' প্রায় একই সুর শোনা গেছে বায়ার্ন প্রশিক্ষক ইয়ুপ হেঙ্কেজের কণ্ঠেও৷ বিশেষ করে তিনি ডর্টমুন্ড গোলরক্ষক ভাইডেনফেলারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন খেলা শেষে সাংবাদিক সম্মেলনে৷

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য