1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে ধর্মের বড় প্রভাব পড়বে না’

২৩ এপ্রিল ২০২১

পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনের ফলাফরে ধর্মের বড় কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নির্বেদ রায়৷

https://p.dw.com/p/3sVLU
Khaled Muhiuddin Asks 061 | Jayprakash Majumdar and Nirbed Roy
ছবি: DW

‘‘আমরা যারা কাজ করছি বাংলার বিভিন্ন জায়গায়, তাদের কাছে ধর্মটা বিরাট বড় কোনো ভূমিকা পালন করে এমন মনে হচ্ছে না আমার৷ এখনো পর্যন্ত৷ ইলেকশনের রেজাল্ট, হয়তো প্রমাণ করবে যে আমি ভুল, না ঠিক৷ কিন্তু এখন অব্দি ধর্মটা খুব বড় প্রভাব ফেলেছে বলে মনে হয় না আমার৷''

ডয়চে ভেলের সাপ্তাহিক ইউটিউব টক'শো খালিদ মুহিউদ্দীন জানতে চায়'-এ একথা বলেন তিনি৷

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে ধর্মের ভূমিকা নিয়ে আলোচনায় আরো উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার৷

অনুষ্ঠান শুরুর আগে পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনের ফলাফলে ধর্ম বড় ভূমিকা রাখবে কিনা- এ নিয়ে একটি জরিপ পরিচালনা করে ডয়চে ভেলে৷ জরিপের ৫৭ হাজার অংশগ্রহণকারীর শতকার ৯১ ভাগ মনে করেন নির্বাচনে ধর্মের প্রভাব পড়বে৷

জরিপের ফলাফল উল্লেখ করে জয়প্রকাশ মজুমদার বলেন, নির্বাচনের ফলাফলে ধর্মের প্রভাব পড়বে আর এজন্য পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী৷ জয়প্রকাশ বলেন, ‘‘জরিপের ভোটদাতারা ভুল বলেননি৷ মানুষ সবসময় ঠিকই বলে এবং ঠিকই বলেছেন তারা৷ এর সবচেয়ে বড় সাফল্য যদি কেউ নিতে চান সেটা হচ্ছে মমতা বন্দোপাধ্যায়৷ আমরা তাকে এই সাফল্যের পুরষ্কার দিতে চাই৷''  

এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির মাঝেও নির্বাচনি প্রচারণা, সভা-সমাবেশ করার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে জয়প্রকাশ বলেন, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস বাড়ার সাথে নির্বাচনি প্রচারণার সরাসরি সম্পর্ক এখনো পাওয়া যায়নি৷ এ দু'টিকে এক করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি৷

‘‘করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থামাতে লড়াই করা দরকার ঠিক, কিন্তু নির্বাচনের সাথে একে মিলিয়ে ফেললে ভুল হবে৷ নির্বাচনের জন্য এখানে সংক্রমণ বেশি হচ্ছে এমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না৷’’

তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কতেটা সচেতন ছিল এমন প্রশ্নের জবাবে নির্বেদ রায় জানান, বিজেপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময়ে এখানে এসে প্রচার-প্রচারণা চালিয়েছেন৷ যে কারণে মমতা বন্দোপাধ্যায়কেও দৌড়াতে হয়েছে৷  

আরআর/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য